Home দেশ চরম অর্থসঙ্কটে এশিয়ার সর্ববৃহৎ কুমীর সংরক্ষণ কেন্দ্র

চরম অর্থসঙ্কটে এশিয়ার সর্ববৃহৎ কুমীর সংরক্ষণ কেন্দ্র

by banganews

চেন্নাই, ১৩ অগাস্ট, ২০২০: করোনার আবহে প্রবল আর্থিক সমস্যায় পড়েছে এশিয়ার সবচেয়ে বড় কুমীর সংরক্ষণ কেন্দ্র, মাদ্রাজ ক্রোকোডাইল পার্ক। কুমীর, বিভিন্ন প্রজাতির সাপ, টিকটিকি ও ঘড়িয়াল মিলিয়ে অন্তত দু’ হাজার প্রাণীর খাবার জোগানোর মতো টাকা নেই পার্ক কর্তৃপক্ষের কাছে।

আরও পড়ুন :  স্কুল খুলে দেওয়ায় প্রধানশিক্ষককে শোকজ, ফের বন্ধের নির্দেশ শিক্ষা দফতরের
এই পার্ক দেশের সেরা পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম। বছরে ৫০ লক্ষ পর্যটক এই পার্কে ভিড় করে। কিন্তু গত মার্চ মাস থেকে ছবিটা বদলে গিয়েছে। ফাঁকা পড়ে রয়েছে ক্রোকোডাইল পার্ক।
পার্কের ডিরেক্টর অলউইন জেসুদাসান জানিয়েছেন, গত চার মাসে ১.৪ কোটি টাকা ক্ষতি হয়েছে তাঁদের। করোনার এই পরিস্থিতিতে অদূর ভবিষ্যতে পার্ক খোলার কোনও সম্ভাবনাও নেই।

আরও পড়ুন :  ভাইয়ের জন্য ন্যায়বিচারের আবেদন সুশান্তের দিদির

এই পরিস্থিতিতে কর্তৃপক্ষের তরফে সাধারণ মানুষের কাছে সাহায্যের আর্জি জানানো হয়েছে। তাঁরা বলেছেন, পশুপ্রেমীরা যদি এগিয়ে আসেন তাহলেই সংরক্ষণ কেন্দ্রের প্রাণীগুলির দুবেলা খাবারের বন্দোবস্ত হতে পারে।

You may also like

Leave a Reply!