Home দেশ কাশ্মীরের ত্রালে জঙ্গিদের গোপন আস্তানার খোঁজ পেল নিরাপত্তা বাহিনী

কাশ্মীরের ত্রালে জঙ্গিদের গোপন আস্তানার খোঁজ পেল নিরাপত্তা বাহিনী

by banganews

দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার মাদুরা এলাকার ত্রাল সেক্টরের কাছে একটি গোপন জঙ্গি ঘাঁটির সন্ধান পেল নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সূত্রের মাধ্যমে পাওয়া খবর অনুযায়ী, তল্লাশি চালিয়ে যৌথ বাহিনী ওই গোপন জঙ্গি ঘাঁটির সন্ধান পেয়েছে। যেখানে জঙ্গিরা লুকিয়ে ছিল। জঙ্গিদের ওই ঠিকানায় কোনও অস্ত্র পাওয়া যায়নি বলে খবর। তবে সেখানে জঙ্গিরা না থাকলেও, তাদের ব্যবহৃত জুতো, মোজা এবং মরচে ধরা বাসন ও রান্নার পাত্র উদ্ধার হয়েছে। সেই মত আইনের বিধি অনুযায়ী পুলিশ একটি মামলা রুজু করেছে। একই ধরনের ঘটনা গত ৫ মার্চেও ঘটেছে বলে জানা গিয়েছে।

 

‘ভারতের নীতি জনগণের স্বার্থে’, ভারতের প্রশংসায় পঞ্চমুখ ইমরান খান
কিস্তওয়ারের ওই ঠিকানা থেকে রীতিমতো যুদ্ধের প্রস্তুতি নেওয়া ও জীবন নির্বাহের মত সামগ্রী উদ্ধার করেছিল নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। ওই ঠিকানার হদিশ মেলার পর উপত্যকায় জঙ্গিদের কার্যকলাপে বড় ধাক্কা দেওয়া সম্ভব হয়েছিল। এমনকি জঙ্গিদের হাতে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ পৌঁছানোর যে পরিকল্পনা ছিল, তা রুখে দেওয়া সম্ভব হয়েছিল। সেই সঙ্গে কিস্তওয়ারে জঙ্গিদের সক্রিয় হয়ে ওঠা থেকে আটকানো সম্ভব হয় নিরাপত্তা বাহিনীর পক্ষে।

You may also like

Leave a Reply!