Home দেশ কূটনৈতিক চাপানউতোরের মাঝেই নেপালকে ভেন্টিলেটর পাঠালো ভারত

কূটনৈতিক চাপানউতোরের মাঝেই নেপালকে ভেন্টিলেটর পাঠালো ভারত

by banganews

দুই প্রতিবেশী রাষ্ট্রের সাম্প্রতিক মনোমালিন্যকে দূরে সরিয়ে রেখে মহামারী মোকাবিলায় ভারত নেপালকে পাঠালো ১০ টি জীবনদায়ী ভেন্টিলেটর। নেপালের আর্মি স্টাফ জেনারেল পূর্ণচন্দ্র থাপাকে এই ভেন্টিলেটর হস্তান্তর করেছে নেপালে উপস্থিত ভারতীয় প্রতিনিধি বিনয় মোহন কাতরা।

দেখুন ভিডিও 

You may also like

Leave a Reply!