Home বিদেশ ভারতবর্ষ আমার কাছে সবসময় আলাদা জায়গা রাখে – ওবামা

ভারতবর্ষ আমার কাছে সবসময় আলাদা জায়গা রাখে – ওবামা

by banganews

বঙ্গ নিউস, ১৭ নভেম্বর, ২০২০ঃ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নতুন বই ”এ প্রমিশড ল্যান্ড”৷ এই বইতে তিনি ভারতবর্ষকে নিয়ে তাঁর সেই নস্টালজিয়া, ভালোলাগার কথা লিখেছেন৷বিশ্বের জনসংখ্যার ছয় ভাগের এক ভাগ, আনুমানিক দুই হাজার স্বতন্ত্র নৃতাত্ত্বিক গোষ্ঠী এবং সাত শতাধিক ভাষায় কথা বলা হয় এই দেশে৷ এত বৈচিত্র‍্য তাঁকে মুগ্ধ করত৷ ২০১০ সালে রাষ্ট্রপতি সফরের আগে তিনি ভারতে কখনও আসেননি, কিন্তু ভারতবর্ষ তার অনেক আগে থেকেই ওবামার মনে একটি বিশেষ জায়গা করে নিয়েছিল।

আরও পড়ুন শ্রাবন্তী কি ধ্বংস করে দিলেন রোশনকে?

বারাক ওবামা বলেছেন রামায়ণ ও মহাভারত ভারতীয় এই দুই মহাকাব্যের কাহিনী শুনে ইন্দোনেশিয়ায় তাঁর শৈশব কেটেছে৷ শুধু তাই নয় ওবামা জানিয়েছেন কলেজে তাঁর পাকিস্তানি এবং ভারতীয় একদল বন্ধু ছিল যারা তাঁকে ডাল এবং কিমা রান্না করতে শিখিয়েছিলেন এবং বলিউডের সিনেমার সঙ্গে পরিচয় করিয়েছিলেন। এ প্রমিশড ল্যান্ড এর দুটি খণ্ড প্রকাশের পরিকল্পনা রয়েছে। এটি প্রথম খণ্ড৷ মঙ্গলবার সমগ্র বিশ্ব ওবামার লেখা এ প্রমিশিড ল্যাণ্ড এর প্রথম খণ্ড তুমুল জনপ্রিয় হয়েছে৷ বইয়ের দোকানগুলিতে বেস্টসেলার এ প্রমিশিড ল্যান্ড৷

You may also like

Leave a Reply!