Home পাঁচমিশালি বিশ্ববিদ্যালয়ের বিশ্ব র‍্যাঙ্কিংয়ে সংখ্যা বাড়ল ভারতের

বিশ্ববিদ্যালয়ের বিশ্ব র‍্যাঙ্কিংয়ে সংখ্যা বাড়ল ভারতের

by banganews

লন্ডন, ২ সেপ্টেম্বর, ২০২০: টাইমস হাইয়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২১-এ এই প্রথম স্থান পেল ভারতের সবচেয়ে বেশি সংখ্যক বিশ্ববিদ্যালয়। তালিকায় ৬৩টি ভারতীয় বিশ্ববিদ্যালয় জায়গা পেয়েছে। গত বছর থেকে এবছর আরও ১৪টি বেশি। দক্ষিণ এশিয়ার তালিকায় ভারতই এগিয়ে। তবে র‍্যাঙ্কিংয়ের প্রথম ৩০০-য় একটিও ভারতীয় প্রতিষ্ঠানের নাম নেই।

আরও পড়ুন :  বড় খবর! ফের PUBG সহ ১১৮টি চিনা অ্যাপ বন্ধের নির্দেশ সরকারের

বরং প্রথম কুড়িতে নাম রয়েছে চিনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের। কোনও এশীয় বিশ্ববিদ্যালয় হিসেবে এমন কৃতিত্ব এই প্রথম।
সংশ্লিষ্ট তালিকায় সবচেয়ে বেশি যোগদান রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। সেরা ২০০-র মধ্যে সেখানকার ৫৯টি বিশ্ববিদ্যালয় ওই তালিকাভুক্ত। এরপর যুক্তরাজ্যের ২৯টি এবং জার্মানির ২১টি বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে তালিকার ওপরের দিকে।

আরও পড়ুন : ভারতবিরোধী প্রচার, ভুয়ো পাকিস্তানি অ্যাকাউন্ট বন্ধ করল ফেসবুক

প্রসঙ্গত উল্লেখ্য, অধ্যাপনা, গবেষণা, জ্ঞানের আদানপ্রদান এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি—এই চারটি বিষয়ের নিরিখে ৯৩টি দেশের ১৫২৭টি শিক্ষা প্রতিষ্ঠানকে বেছে নেওয়া হয়েছে ওই তালিকায়। টানা পাঁচবছর ধরে তালিকার সর্বপ্রথমে রয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।

You may also like

Leave a Reply!