Home খেলা টেস্টে সর্বনিম্ন স্কোর করে অ্যাডিলেডে লজ্জার ইতিহাস ভারতের

টেস্টে সর্বনিম্ন স্কোর করে অ্যাডিলেডে লজ্জার ইতিহাস ভারতের

by banganews

বঙ্গ নিউস, ১৯ ডিসেম্বর, ২০২০ঃ  ভারত অস্ট্রেলিয়ার টেস্ট খেলা হচ্ছে অ্যাডিলেডে। আজ দ্বিতীয় ইনিংসের খেলা। কিন্তু আজ যা হল তা ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে বোধহয় সবচেয়ে লজ্জাজনক। মাত্র ৩৬ রানে গুটিয়ে গেল টিম ইন্ডিয়া। সর্বোচ্চ রান হল ৯। কয়েকদশক আগে ভারত টেস্টে ৪২ রানে ইনিংস শেষ করেছিল। আজ সেই দিনের পুনরাবৃত্তি হল, তবে এবার আরও কম রানে ইনিংস শেষ করল ভারতীয় দল। যেখানে পূজারা, রাহানে, কোহলির মত ব্যাটসম্যানরা রয়েছে সেখানে কিনা মাত্র ৩৬ রানেই থেমে গেল ইনিংস।

আরও পড়ুন সামর্থ্য অনুযায়ী চিকিৎসার সুযোগ পাওয়া মৌলিক অধিকারঃ সুপ্রিম কোর্ট

একজন ভারতীয় ব্যাটসম্যানের রান ১০ এর গণ্ডি পেরোলো না। মায়াঙ্ক সর্বোচ্চ রান করে ৯। পুজারা, রাহানের মত টপ অর্ডারে থাকা ব্যাটসম্যানদের কেউই খাতা খুলতে পারল না। শুধু এল আর চলে গেল। কোহলি অবশ্য রান করল কিন্তু মাত্র ৪ রানেই ফিরে গেল অধিনায়ক। এর উপর মহম্মদ শামির চোট আরও দুর্বল করে দিয়েছে ভারতীয় টিমকে। অজিদের তরফে হ্যাজেলউড ও কামিন্স ৯ উইকেট নিয়ে কার্যত উপরে দিল ভারতীয়দের। পিচে বল সামান্য নড়াচড়া করলেও তা ব্যাটসম্যানদের বিড়ম্বনায় ফেলছে এর আগেও। সেখানে গোলাপি বল যে সুইং করবে তা তো জানা কথাই, তবে কেন বিরাট কোহলি কেন প্রস্তুতি নিল না সেই প্রশ্ন উঠেছে। অ্যাডিলেডে দিনেরাতের টেস্ট ম্যাচে লজ্জার ইতিহাস তৈরি হল আজ।

You may also like

Leave a Reply!