Home কলকাতা বাড়ল স্বাস্থ্যবিমার প্রিমিয়াম

বাড়ল স্বাস্থ্যবিমার প্রিমিয়াম

by banganews

কলকাতা, ২১ সেপ্টেম্বর, ২০২০ঃ একধাক্কায় অনেকটা বেড়ে গেল স্বাস্থ্যবিমার প্রিমিয়াম। করোনার জেরেই এই বৃদ্ধি বলে মনে করা হচ্ছে। ন্যাশানাল ইনসিওরেন্স কোম্পানি তাদের স্বাস্থ্যবিমার প্রকল্পে খরচ বাড়িয়েছে। এখন থেকে নতুন পলিসি করলে, তা অতিরিক্ত টাকা দিয়েই করতে হবে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, পুরোনো পলিসি নবীকরণ করলে সেক্ষেত্রেও অতিরিক্ত টাকা দিতে হবে।

আরও পড়ুন সোশাল মিডিয়ায় নিজের নাম বদলে দিলেন এ বি ডি ভিলিয়ার্স, কিন্তু কেন?

ন্যাশনাল ইনসিওরেন্স কোম্পানি গত জুলাই মাসেই প্রিমিয়াম বাড়ানোর কথা ঘোষণা করে। পুরোনো গ্রাহকদের জন্য তিন মাসের ছাড় দেওয়া হয়েছে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে নবীকরণ করলে আগের অঙ্কের টাকা দেওয়া যাবে। কিন্তু অক্টোবরের ১ তারিখের পরে নবীকরণের তারিখ হলে বাড়তি মূল্য মেটাতে হবে বলে জানিয়েছে ন্যাশনাল ইনসিওরেন্স কোম্পানি। তবে অল্পবয়সীদের প্রিমিয়ামে খুব একটা পরিবর্তন হয়নি। বয়স্কদের ক্ষেত্রে ৬০ বছরের উপরে প্রিমিয়ামের পরিমাণ প্রায় দ্বিগুন হয়েছে।

You may also like

Leave a Reply!