Home আবহাওয়া একটানা বৃষ্টিতে নদীর জলস্তর বৃদ্ধি, বন্যার আশঙ্কা

একটানা বৃষ্টিতে নদীর জলস্তর বৃদ্ধি, বন্যার আশঙ্কা

by banganews

মঙ্গলবার থেকেই ভারী বৃষ্টি হবে দক্ষিনবঙ্গ। উত্তর বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ সংগঠিত হওয়ায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, বীরভূম, পূর্বমেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের বেশ কিছু এলাকায় নদীর জলস্তর বৃদ্ধির পাশাপাশি বন্যার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন শুভেন্দু দায়িত্বশীল নেতা, বিজেপি কে বিশ্বাস করি না : শিশির অধিকারী

আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। টানা কয়েকদিনের বৃষ্টিতে তাপমাত্রার পারদ কিছুটা হলেও কমেছে। আর্দ্রতাজনিত অস্বস্তিও কমেছে। বেলার দিকে বেশ কিছু জায়গায় বৃষ্টি এবং বজ্রপাত হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর৷

বর্ষার শুরুতেই প্লাবিত হয়েছে উত্তরবঙ্গ। বুধবার থেকে সেখানে ফের অতি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

You may also like

Leave a Reply!