অন্ধ্রপ্রদেশ, ৭ ডিসেম্বর, ২০২০ঃ এক রাতের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯০ জন। অন্ধ্রপ্রদেশে অজানা রোগে আক্রান্ত বহু মানুষ। মৃত্যু হয়েছে মধ্যবয়সী এক মহিলার। অসুস্থ ব্যক্তিদের এলরু সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার আচমকাই এলাকার বাসিন্দারা অসুস্থ হয়ে পড়েন। মাথা ব্যাথা, বমি বমি ভাব, মৃগী রোগীর মত খিঁচুনি হচ্ছিল।
আরও পড়ুন ভারতে করোনার ভ্যাকসিন ব্যবহারের অনুমতি চাইল ফাইজার
মহিলা শিশু মিলিয়ে প্রায় ২৯০ জন হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা জানিয়েছেন ৭ জন ছাড়া আপাতত সকল বিপদ কাটিয়ে উঠেছে। প্রাথমিক চিকিৎসার পর ১৪০ জনকে ছেড়ে দেওয়া হয়েছে,।
প্রাথমিক অনুমান জলে বিষক্রিয়া থেকেই এমন ঘটনা ঘটেছে। জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অন্ধপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী আল্লাহ কালীকৃষ্ণ শ্রীবাস হাসপাতালে গিয়ে অসুস্থ বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি