Home দেশ উত্তাল সমুদ্র, আছড়ে পরতে চলেছে নিভার

উত্তাল সমুদ্র, আছড়ে পরতে চলেছে নিভার

by banganews

বঙ্গ নিউস, ২৫ নভেম্বর ২০২০ঃ  আর কয়েকঘন্টার মধ্যে আছড়ে পরতে চলেছে সাইক্লোন নিভার। আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ বিকালের মধ্যেই আরও বেশি শক্তি নিয়ে ভারতের পুদুচেরি ও তামিলনাড়ু তে প্রবেশ করছে নিভার। ঝড়ের গতিবেগ থাকতে পারে ১৩০ থেকে ১৪৫ কিলোমিটার।

আরও পড়ুন বেলেঘাটা আইডিতেই সিবিআই-এর কাছে হাজিরা, ছুটি পেলেই গ্রেফতারি এনামুলের

ঝড়ের কারণে আগাম ব্যবস্থা নিয়েছে তামিলনাড়ু পুদুচেরি ও অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলগুলি। আজ ৪৯ টি বিমান বাতিল করা হয়েছে। সতর্কতার কারণে দক্ষিণ রেলের বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। ১৪৪ ধারা জারি করা হয়েছে পুদুচেরিতে। পরিস্থিতি জানতে তামিলনাড়ু ও পুদুচেরির মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের তরফে সমস্ত সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।

You may also like

Leave a Reply!