Home বিনোদন সুশান্তের স্মরণে নিরন্ন মানুষকে খাবার জোগাচ্ছেন ভূমি পেডনেকর

সুশান্তের স্মরণে নিরন্ন মানুষকে খাবার জোগাচ্ছেন ভূমি পেডনেকর

by banganews
“প্রিয় বন্ধু—
সকালে ঘুম ভেঙে উঠলাম যেই
তোমার ভাবনারা চলে এল
আমাদের গল্পরা, তোমার শখ আর মর্জি—সবই
চলে এল একে একে
কখনও বুঝিনি আগে, তুমি মানে এত ব্যথা
তোমার নামেও এত ব্যথা…”
তাঁর ‘সোনচিড়িয়া’ সহকর্মীকে নিয়ে দীর্ঘ কিছু ছত্র লিখেছেন ভূমি পেডনেকর। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে প্রথম দেখা, প্রথম কাজ আর অসংখ্য গল্প। সমস্তকিছু নিয়েই এখনও তীব্র যন্ত্রণায় ভূমি।
তবে সে যন্ত্রণাকে এক অসামান্য রূপ দিতে চলেছেন বলিউডের এই অসীম সম্ভবনাময়ী। সুশান্তের স্মৃতিতে সাড়ে পাঁচশোটি দুঃস্থ পরিবারকে খাওয়ানোর দায়িত্ব তুলে নিলেন তারা হয়ে যাওয়া মানুষটির প্রিয় বান্ধবী।
ভূমি বলছেন—‘ভালোবাসা। এসময় এটাই খুব জরুরি বিষয়। মানুষের একটু ভালোবাসা দরকার।’
ভালোবাসার টানেই হাত মেলালেন এক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে। এক সাথ—দ্য আর্থ ফাউন্ডেশন। পরিচালক অভিষেক কাপুর আর তাঁর স্ত্রী প্রজ্ঞা কাপুর মিলে এই সংস্থাটি চালান। ৩৪০০ জন মানুষের খাবার জোগান তাঁরা। এবার হাত মেলালেন ভূমি।
‘সুশান্তকে সম্মান জানানো, ওর কাজ ওর ভাবনা ওর দর্শন ওর উদযাপন আর প্রাপ্তিকে সম্মান জানানোর জন্যই দুর্গত মানুষের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা’—বলছেন ভূমি।

You may also like

Leave a Reply!