Home দেশ মহারাষ্ট্রে বহুতল ধসে আহত ১৫, চাপা পড়ার আশঙ্কা ৭০ জনের

মহারাষ্ট্রে বহুতল ধসে আহত ১৫, চাপা পড়ার আশঙ্কা ৭০ জনের

by banganews

রায়গড়, ২৪ অগাস্ট, ২০২০ঃ সোমবার মহারাষ্ট্রের রায়গড় জেলায় একটি বহুতল আবাসিক ভবন ধসের পরে কমপক্ষে ১৫ জন আহত এবং প্রায় ৭০ জন ধ্বংসস্তুপের মধ্যে আটকে পড়ে যাওয়ার আশঙ্কা করছেন।
পাঁচতলা ভবনে ৪৫ টি ফ্ল্যাট রয়েছে বলে জানা গেছে।

মুম্বাই থেকে প্রায় চার ঘন্টা দূরে রায়গড় জেলার মাহাদে দুর্ঘটনার জায়গায় জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী বা এনডিআরএফের তিনটি দল ঘটনাস্থলে পৌঁছেছে৷ রায়গড়ের অভিভাবকমন্ত্রী অদিতি তাতকরেও ঘটনাস্থলে যাচ্ছেন।

আরও পড়ুন শুভেন্দু দায়িত্বশীল নেতা, বিজেপি কে বিশ্বাস করি না : শিশির অধিকারী

“আজ সন্ধ্যা ৬ টা ৫০ এ মহারাষ্ট্রের রায়গড়, জেলা রায়গড়ে মহাদ তহসিলের কাজলপুরা অঞ্চলে একটি পাঁচতলা বিল্ডিং ধসে পড়েছে। প্রায় ৫০ জন আটকে পড়েছে আশঙ্কা করা হচ্ছে৷ এনডিআরএফের তিনটি দল উদ্ধারকাজ করছে।

ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, ঘটনাস্থলের আশেপাশের অঞ্চলটি ধুলোর মেঘে ঢেকে গেছে৷

প্রতিবছর, জুন থেকে সেপ্টেম্বর বর্ষাকালে দেশজুড়ে ভারী বর্ষণ ছোট বড় বিল্ডিং ধসে যাওয়ায় এখানে বসবাস করা বিপজ্জনক হয়ে উঠেছে।

গত মাসে মুম্বাইয়ে ভারী বৃষ্টিপাতের ফলে একটি বহুতল বিল্ডিং ভেঙে 9 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

You may also like

Leave a Reply!