TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

বস্তা উৎপাদন না বাড়ালে বাড়তে পারে খাদ্যশস্যের দাম

উৎপাদনের দিকে জোর দেওয়ার নির্দেশ দিয়ে বুধবার চটকল কে চিঠি দিয়েছে জুট কমিশনার অফিস। চলতি বছর খারিফ শস্যের মরশুমে ভারতের 14 লক্ষ বেলের বেশি চটের বস্তা জোগান দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছিল চটকল গুলি৷ চাহিদা ছিল 24 লক্ষ্য বেল। 1 বেল সমান ৫০০ বস্তা। কিন্তু এখন ওই 14 লক্ষ বেল দেওয়ার ক্ষেত্রেও ঘাটতি দেখা যাচ্ছে।

নভেম্বর থেকে অধিকাংশ রাজ্যে খাদ্যশস্য কেনা হয়। অনেক জায়গায় দুর্গা পুজোর কিছুদিন আগে থেকেই শুরু হয়ে যায়। ফলে বস্তার ঘাটতি হবে। ইতিমধ্যেই কেন্দ্রের কাছে ক্ষোভ প্রকাশ করেছে বেশ কিছু রাজ্য।

 

ষষ্ঠীতেই আকাশে কালো মেঘ, জেনে নিন বৃষ্টির হালহকিকত

কাঁচা পাটের অভাব, আকাশছোঁয়া দাম ও পরিযায়ী শ্রমিকদের কাজে না ফেরার মত কারণেই বস্তা তৈরিতে সমস্যা হচ্ছে বলে জানানো হয়েছে৷
বস্তার অভাবে খাদ্যশস্য কেনার প্রক্রিয়া ব্যহত হবে৷ এরফলে আনাজের দাম বাড়বে৷ সাধারণ মানুষ থেকে কৃষক সকলের ক্ষোভ বাড়বে৷