Home বঙ্গ আমি দলের অবজারভার, বাঁকুড়ার সভা থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

আমি দলের অবজারভার, বাঁকুড়ার সভা থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

by banganews

রবিবার বাকুড়া সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বিধানসভা নির্বাচনের আগে কড়া হাতে দলের হ্রাস টানতে চাইছেন তৃণমূল সুপ্রিমো। বেশ কয়েক জায়গায় তৃণমূলের নব্য পুরোনো নেতাদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বক্তব্য মানুষের জন্য কাজ করুন। গোটা রাজ্যের আমিই অবজারভার, সব আমার নজরে আছে, কে কোথায় কি করছে আমি জানি। যদি মনে হয় কাজ করবেন না দূরে থাকুন। বিভেদ করবেন না। আমরা নতুন কর্মী তৈরি করে নেব। আজ বাকুড়ার শুকুনপাহাড়ী জনসভা থেকে কড়া বার্তা দিয়েছেন দলনেত্রী। তাঁর সাফ কথা তৃণমূল করতে হলে ত্যাগী হতে হবে।

কলকাতায় পৌছাল করোনা ভ্যাকসিন, ট্রায়ালে আহ্বান ফিরহাদ হাকিমকে

তৃণমূল সুপ্রিমো আরও বলেছেন যদি কেউ মনে করেন বিজেপি ক্ষমতায় চলে আসবে তাহলে তাদের উদ্দেশ্যে বলছি বিজেপি কোনোদিনই ক্ষমতায় আসবে না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও খানিকটা মানছেন কেউ কেউ দলে থেকে ক্ষমতার অপব্যবহার করেছেন। তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নেওয়া ব্যাক্তিদের উদ্দেশ্যে তিনি বলেছেন কারও জন্য মুখ ফিরিয়ে নেবেন না। আমি কোনোরকম অন্যায় বরদাস্ত করব না। বাকুড়া থেকেই দুয়ারে দুয়ারে সরকার প্রকল্প সূচনা করেন মুখ্যমন্ত্রী। সব সমস্যার তৎক্ষনাৎ সমস্যা করতে নির্দেশ দেওয়া হয়েছে এই প্রকল্পের মাধ্যমে।

You may also like

Leave a Reply!