TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

হাইড্রক্সিক্লোরোকুইনকে করোনার চিকিৎসায় ফের ছাড়পত্র দিল WHO

গত ২২ মে বলা হয় এ্যাজিথ্রোমাইসিন এবং হাইড্রক্সিক্লোরোকুইন একসঙ্গে ব্যবহার করলে মরটালিটি বাড়ছে৷ ২৩ মে বিশ্ব স্বাস্থ্যসংস্থা তাই ঘোষণা করে সাময়িক ভাবে হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার বন্ধ রাখা হচ্ছে৷ তারা কিছুটা সময় নিয়ে পরীক্ষানিরীক্ষা করতে চান৷ এই দুই সপ্তাহের স্ট্যাটিস্টিক্স এবং রিপোর্ট বলছে হাইড্রক্সিক্লোরোকুইন প্রয়োগে যে ভয়াবহ পার্শ্বপ্রতিক্রিয়ার কথা বলা হয়েছিল তা সাময়িক। কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকলেও এটি প্রয়োগে চিকিৎসায় ইতিবাচক দিক অনেকটাই৷ হৃদরোগীদের ক্ষেত্রে হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারে বিশেষ সতর্কতা প্রয়োজন তবে বাকিদের ক্ষেত্রে এর ব্যবহারে কোনোরকম মরটালিটি বৃদ্ধি পাচ্ছে না বলেই অভিমত বিশ্ব স্বাস্থ্যসংস্থার চিফ সাইনটিস্ট সৌম্য স্বামীনাথনের৷

বিশেষজ্ঞদের মত হাইড্রক্সিক্লোরোকুইন একটি anti inflammatory মেডিসিন৷ যেটা আর্থট্রাইটিস এবং অন্য বেশকিছু চিকিৎসাতেও কাজে লাগে৷
হু প্রথমে ৩৫ টি দেশের ৩৫০০ মানুষকে নিয়ে গবেষণা শুরু করলেও বর্তমানে ১১ হাজার মানুষের ওপর প্রায় ৬০ টি দেশকে নিয়ে গবেষণা চলছে৷

আশার কথা এই, হাইড্রক্সিক্লোরোকুইন ভারতে পাওয়া যায়৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন সোশ্যাল ডিসটেন্সিং মেনে চলা, স্যানিটাইজার মাস্ক ব্যবহার এগুলো এখন করতেই হবে।