Home বঙ্গ পুরোহিতদের সম্মান জানাল হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেস

পুরোহিতদের সম্মান জানাল হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেস

by banganews

হাওড়া, ২২ অক্টোবর, ২০২০ঃ উৎসবের মরশুমে পুরোহিতদের সম্মান জানাল হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেস। আমতা বিধানসভা কেন্দ্রের জয়পুরে প্রায় ৫০ জন পুরোহিতকে সম্মান জানানো হয়। তাঁদের হাতে তুলে দেওয়া হয় নামাবলি, চারাগাছ, মিষ্টি। এদিন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা আমতা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পাল বলেন ‘ মা দুর্গা যেমন অসুর বধ করেছিলেন তেমন বাংলা থেকে অশুভ শক্তিকে সরিয়ে শান্তি প্রতিষ্ঠা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়’।

আরও পড়ুন এবার একসঙ্গে ফেলুদা আর শঙ্কু

সেপ্টেম্বর মাসে ১ হাজার টাকা করে পুরোহিত ভাতা চালু করেছে রাজ্য সরকার। এর পাশাপাশি দুঃস্থ পুরোহিতদের বাংলা আবাস যোজনায় বাড়ি দেওয়া হবে। প্রাথমিকভাবে ৮ হাজার পুরোহিতকে ভাতা দেওয়া হবে। ‘পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন দুঃস্থ পুরোহিতদের ভাতা দেওয়ার জন্য , সেই অনুযায়ী ৮ হাজার দুঃস্থ পুরোহিতের লিস্ট দেওয়া হয়েছে। আপাতত সেই পুরোহিতদের এই মাস থেকে ১ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।

You may also like

Leave a Reply!