Home প্রযুক্তি হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে কীভাবে টাকা পাঠাবেন?

হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে কীভাবে টাকা পাঠাবেন?

by banganews

বঙ্গ নিউস, ৭ নভেম্ভর, ২০২০ঃ ন্যাশানাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এর অনুমতি পাওয়ার পর অবশেষে ভারতে হোয়াটসঅ্যাপ ইউজারদের হাতে চলে এলো হোয়াটসঅ্যাপ পেমেন্ট। কিভাবে ব্যবহার করবেন হোয়াটসঅ্যাপ পেমেন্ট?

• হোয়াটসঅ্যাপ পেমেন্ট ব্যবহার করার জন্য আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট এবং একটি ডেবিট কার্ড থাকতে হবে।
• ডেবিট কার্ডের জন্য চার ডিজিটের একটি ইউপিআই পিন থাকতে হবে।

আরও পড়ুন মান্থলি নিয়ে নিত্যযাত্রীদের সুখবর শোনাল রেল

• প্রথমে হোয়াটসঅ্যাপ আপডেট করতে হবে। এর জন্য আপনাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ আপডেট করতে হবে।
• তারপর একাউন্ট সেটআপ করতে হবে। এর জন্য স্ক্রিনের ডান দিকে থাকা তিনটি ডট এ ক্লিক করতে হবে।
• সেখানে গিয়ে পেমেন্টস এ ক্লিক করতে হবে৷
• তারপর অ্যাড পেমেন্ট মেথড এ গেলে সমস্ত ব্যাংকের তালিকা পেয়ে যাবেন।
• যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেটা কে সিলেক্ট করবেন।
• যে নম্বর ব্যাংক একাউন্টে নথিভুক্ত করা আছে সেটা যাচাই করবার জন্য এসএমএস আসবে।
• যাচাই পর্ব শেষ হয়ে গেলে ইউপিআই পিন নথিভূক্ত করতে হবে।
• টাকা পাঠানোর সময় অ্যাটাচমেন্ট আইকনে ক্লিক করতে হবে।
• সেখানে পেমেন্ট সিলেক্ট করে কত টাকা পাঠাতে চান সেটা লিখতে হবে
• তারপর ইউপিআই পিন দিলেই পেমেন্ট করতে পারবেন।

• একদিনে 10 টার বেশি লেনদেন করা যাবে না।যদি হোয়াটসঅ্যাপ আপডেট করার পরেও পেমেন্ট অপশন দেখতে না পাওয়া যায়, চিন্তার কিছু নেই। খুব তাড়াতাড়ি ফোনে হোয়াটসঅ্যাপ পেমেন্ট অপশন চলে আসবে৷

You may also like

Leave a Reply!