Home দেশ ৩০ নভেম্বর এর মধ্যে করুন এই কাজ, নয়তো আটকে যাবে টাকা

৩০ নভেম্বর এর মধ্যে করুন এই কাজ, নয়তো আটকে যাবে টাকা

by banganews

আধার কার্ড নম্বরের সঙ্গে EPFO (Employee Provident Fund Organisation) – এর ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) লিঙ্ক করতে হবে ৩০ নভেম্বরের মধ্যে। অন্যথায় টাকা পেতে সমস্যা হতে পারে আপনার। EPFO থেকে টাকা তুলতে গিয়েও সমস্যা সৃষ্টি হবে।

কীভাবে করবেন এই লিঙ্ক?

EPFO ​​পোর্টাল https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/-এ গিয়ে UAN লিখুন।

পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টে লগ ইন করুন।

ম্যানেজ সেকশনে KYC তে ক্লিক করুন। পেজ খুলবে।
EPF অ্যাকাউন্ট লিঙ্ক করার অপশন থেকে আধার বিকল্পটি নির্বাচন করে  আধার নম্বর ও নাম লিখে সেভ করুন।

UIDAI-এর ডেটা দিয়ে আপনার আধার তথ্য  যাচাই করা হবে।

KYC নথি সঠিক হলে আধার নম্বর আপনার EPF অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে।

 

এবার আধারের তথ্যের সামনে Verify লেখা দেখতে পাবেন।

 

 

কোনও কর্মচারী EPFO-তে রেজিস্টার করার সঙ্গে সঙ্গে সংগঠনের সদস্য হয় যান। 12
সংখ্যার UAN (ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর) দেওয়া হয়, এটা দিয়ে  EPFO-র সুবিধা পান ওই কর্মচারী।

 

শারদ সুন্দরী ২০২১ এর অনুষ্ঠানের এক ঝলক

UAN নম্বরের সাহায্যে PF অ্যাকাউন্টের পাসবুক অনলাইনে দেখা যাবে৷  পারবেন। প্রয়োজনে নমিনেশেনে ব্যক্তির নাম আপডেট করতে পারবেন।

You may also like

Leave a Reply!