Home লাইফস্টাইল সাইবার স্পেসে নিজেকে কীভাবে সুরক্ষিত রাখবেন?

সাইবার স্পেসে নিজেকে কীভাবে সুরক্ষিত রাখবেন?

by banganews

সায়নী মুখার্জী

আমরা যেহেতু প্রত্যেকে সাইবার স্পেসের সঙ্গে যুক্ত। আমাদের ব্যক্তিগত তথ্য সাইবার স্পেসে রয়েছে৷ সাইবারক্রাইমের আরও একটা দিক ব্যাংকিং ফ্রড। এক্ষেত্রে এটিএম ডেবিট কার্ড থেকে আপনার অজান্তেই আপনার অ্যাকাউন্টে থাকা টাকা থাকার তুলে নিচ্ছেন। অন্যদিকে আপনার ভাবমূর্তি নষ্ট করার জন্য আপনার ফেসবুক প্রোফাইল হ্যাক করে নানান আপত্তিকর কাজকর্ম করা হচ্ছে। সাধারণ মানুষ যাদের হয়তো টেকনোলজিক্যাল নলেজ অতটাও নেই তারা এক্ষেত্রে কী করবেন? আমরা এই বিষয়ে কথা বলেছিলাম কলকাতা উচ্চ আদালতের আইনজীবী শুভ্রপ্রকাশ লাহিড়ীর সঙ্গে

আরও পড়ুন কাঁচা মুরগীর মাংস ধুয়ে রান্না করেন! জানেন কী ক্ষতি হচ্ছে?

কার্ডের মাধ্যমে মূলত চারভাবে অপরাধ হয়৷
ডেটা থেফট বা তথ্য চুরি
কার্ড সহ ( with card)
কার্ড ছাড়া ( CNP)
স্কিমিং এবং কার্ড ক্লোনিং

কীভাবে হয়? ব্যাঙ্ক বা অন্য কোনো সংস্থার নাম করে আপনার কাছে ডেবিট কার্ড নম্বর বা সিভিভি কোড জানতে চাইতে পারে৷ কখনো ওটিপি পাঠিয়ে ওটিপি জানতে চায় আবার কখনো কোনো লিঙ্ক পাঠিয়ে সেখানে ক্লিক করতে বলে। এক্ষেত্রে সতর্ক হওয়া খুব দরকার৷ কার্ড এর মাধ্যমে পেমেন্ট করার সময় খেয়াল রাখতে হবে কার্ড যেন আপনার সামনেই ব্যবহার করা হয়৷ নয়ত অনেকসময় আপনি পার্সওয়ার্ড দেওয়ার পর বেশি টাকা কেটে নেওয়া কিংবা কার্ডের একটা প্রতিলিপি বানিয়ে পরবর্তী কালে অপব্যবহার করার মত ঝুঁকি থেকে যায়।

কার্ড ক্লোনিং কী? আমরা এটিএম থেকে টাকা তোলার সময় এটিএম মেশিনে কার্ড টা যখন ঢোকাই অনেকসময় সেই চিপে আপনার কার্ডের সমস্ত তথ্য কপি করা হয়৷ পরবর্তীকালে সেই তথ্য কাজে লাগিয়ে জালিয়াতি করা হয়৷
এটিএম এর পিন দেওয়ার সময় এমন কিছু সমস্যা সৃষ্টি করছে যাতে আপনি বিভ্রান্ত হয়ে পিন ইত্যাদি তথ্য তাদের দিয়ে দেন অথবা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে ফিশিং করা হচ্ছে৷ আসল ওয়েবসাইটকে নকল করে এমন ভাবে বানানো হচ্ছে যাতে আসল আর নকলে তফাত সাধারণ ভাবে বোঝাই যাচ্ছে না। নকল ওয়েবসাইটে গিয়ে কেনাকাটা করে আপনার কার্ড এর তথ্য আপনি দিচ্ছেন সব টাকা শেষ। তাই সবসময় অথেন্টিক সার্ভার এর মধ্যে দিয়েই কাজ করা উচিত৷ কোনো পরোক্ষ লিঙ্ক দিয়ে না কাজকর্ম করা৷
অনেকসময় ওয়েবসাইট জানিয়ে দেয় কোম্পানির তরফে যে তারা এইধরনের কোনো মেল পাঠায় না। এগুলো একটু খেয়াল করতে হবে।
কোনোভাবেই এটিএম এর পাসওয়ার্ড ওটিপি শেয়ার না করা৷ এবং প্রতিটা অ্যকাউন্টে লিমিট করে দেওয়া উচিত যে সর্বোচ্চ এতটা পরিমাণ টাকাই তোলা যাবে তাহলে এক্ষেত্রেও সর্বসান্ত হওয়ার ঝুঁকি থাকে না। তাই কোনোরকম রিডায়রেক্ট লিঙ্কে ব্যক্তিগত কোনো তথ্যই দেওয়া উচিত নয়৷

আরও পড়ুন দৈনিক সংক্রমণ কমলেও বাড়ছে উদ্বেগ, ছয় ভারতীয়ের শরীরে করোনার নয়া স্ট্রেনের হদিশ

আইডেন্টিটি থেফট দু রকম ভাবে হয় কোন বিখ্যাত মানুষের ছবি পরিচয় ব্যবহার করে তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তার নাম করে অর্থ সংগ্রহ করা হয়৷ এক্ষেত্রে যদি বোঝা যায় তাহলে সেই ব্যক্তির অবশ্যই সাইবার সেলে অভিযোগ জানানো উচিত এবং আইনি সাহায্য নিয়ে সেই আইপি অ্যাড্রেসকে ব্লক করা উচিত। আরেকটা হচ্ছে ম্যাট্রিমনিয়াল সাইটে ভুয়ো পরিচয় দেখিয়ে বিয়ের প্রস্তাব দেওয়া। কখনো কখনো সেই ক্ষেত্রে বিশাল অঙ্কের টাকা দাবি করা হয়। এক্ষেত্রে ভেরিফায়েড ম্যাট্রিমনিয়াল ওয়েবসাইট ছাড়া প্রোফাইল বানানো উচিত নয় এবং প্রথম থেকেই নাম-পরিচয় সমস্ত কিছু সম্পর্কে ওয়াকিবহাল হওয়া উচিত। সামনাসামনি কথা বলে দেখা করা উচিত। খোঁজখবর নেওয়া উচিত। অতিরিক্ত ব্যক্তিগত তথ্য শেয়ার করা উচিত নয়। এবং সম্পূর্ণ ভিন্ন একটি মেইল আইডি এক্ষেত্রে ব্যবহার করা ভালো।

আইনজীবী শুভ্রপ্রকাশ লাহিড়ী

You may also like

Leave a Reply!