Home বিদেশ করোনা রুখতে কতটা কার্যকরী মাস্ক ও ফেস শিল্ড? কী বলছে ফুগাকুর গবেষণা?

করোনা রুখতে কতটা কার্যকরী মাস্ক ও ফেস শিল্ড? কী বলছে ফুগাকুর গবেষণা?

by banganews

ফুগাকু, ২৩ সেপ্টেম্বর, ২০২০ঃ  করোনা আবহে মাস্ক ও ফেস শিল্ড যেন পোশাকেরই অঙ্গ হয়ে উঠেছে৷ আদৌ কতটা সুরক্ষা দেয় সেগুলি? না বোনা ফ্যাবরিকের তৈরি মাস্ক করোনা বিরুদ্ধে বেশি সুরক্ষা দেয়। জানিয়েছে ফুগাকু৷ সুতি বা পলিয়েস্টার মাস্কে যে প্রতিরোধ ক্ষমতা নেই, তা রয়েছে এই ধরনের মাস্কে। দাবি জাপানের এই বিশেষ সুপার কম্পিউটারের৷ কিন্তু ফেস শিল্ডে কোনও সুরক্ষা মেলে না। এমন দাবি জাপানের সুপার কম্পিউটার ফুগাকুর৷

আরও পড়ুন আজও স্থগিত রিয়ার জামিনের শুনানি

বাতাসে ভাসমান বিভিন্ন মাপের বায়ুকণা ও ড্রপলেট পরীক্ষা করে ফেসশিল্ড কীভাবে সেগুলিকে আটকাচ্ছে তা নিয়ে গবেষণায় দেখা গিয়েছে, প্রায় ১০০ শতাংশ বায়ুচালিত ড্রপলেট ৫ মাইক্রোমিটারের থেকেও ছোট যা অনায়াসে প্লাস্টিক ফেস শিল্ডের মধ্যে দিয়েই শরীরে ঢুকতে পারে৷ ছোট ড্রপলেটগুলি খুব সহজেই ফেস শিল্ডের ভিতর দিয়ে গলে শরীরে প্রবেশ করে।

You may also like

Leave a Reply!