Home বঙ্গ কীভাবে বাড়ি বসেই জানবেন স্বাস্থ্যসাথী প্রকল্পে আপনার নাম নথিভুক্ত হয়েছে?

কীভাবে বাড়ি বসেই জানবেন স্বাস্থ্যসাথী প্রকল্পে আপনার নাম নথিভুক্ত হয়েছে?

by banganews

বঙ্গ নিউস, ১৭ ডিসেম্বর, ২০২০ঃ অনলাইন বা অফলাইন দুভাবেই ফর্ম ফিলাপ করা যাবে৷ অনলাইনে ফর্ম ফিলাপ করলে আবেদনকারীকে নিজের নাম, মোবাইল নম্বর, আধার কার্ড, জেলা, পুরসভা বা পঞ্চায়েত বাড়ির ঠিকানা এবং বায়োমেট্রিক তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। খাদ্যসাথীর কার্ড থাকে তবে তাও জানাতে হবে আবেদনপত্রে।

আরও পড়ুন কৃষক আন্দোলন নিয়ে আজ শুনানি সুপ্রিম কোর্টে

এরপর
• গুগলে গিয়ে টাইপ করুন ‘swasthya sathi’
• সার্চ করলে ‘swasthyasathi.gov.in’ ওয়েবসাইট আসবে৷ এখানে ক্লিক করলে স্বাস্থ্যসাথীর অফিসিয়াল পেজ আসবে।
• এই সাইটের একটু নিচে বাম দিকে URN search নামে একটা অপশন আসবে। এখানে ক্লিক করলেই আরও একটি পেজ খুলবে৷
• সেখানে ডেটা সোর্স-এ আপনার জেলা দিয়ে সার্চ করতে হবে।
• সঙ্গে আপনার মোবাইল আর আধার কার্ড নম্বর দিতে হবে।
• show data অপশন আসবে। এখানে ক্লিক করলেই আপনার এবং আপনার পরিবারের নাম চলে আসবে।

You may also like

Leave a Reply!