Home আবহাওয়া বুরেভির জন্য হাই অ্যালার্ট জারি

বুরেভির জন্য হাই অ্যালার্ট জারি

by banganews

বঙ্গ নিউস, ৪ ডিসেম্বর, ২০২০ঃ  তামিলনাড়ুতে ঢুকলেও ঘূর্ণিঝড় বুরেভি-র তেজ ততটা থাকবে না, জানাচ্ছে আবহাওয়া দফতর। কিন্তু আশঙ্কায় প্রহর গুনছে তামিলনাড়ু উপকুলবর্তী ৯ জেলা। শুক্রবার ভোরে বা সকালে তামিলভূমে ৫৫-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় আছড়ে পড়তে চলেছে বুরেভি৷

ঝড়ের দাপট বেশি থাকবে, থিরুঅনন্তপুরম ও কোল্লামে। প্রবল বৃষ্টি হতে পারে থিরুঅনন্তপুরম, কোল্লাম, পাথানামথিট্টা, আলাপুঝা, কোট্টায়াম-সহ রাজ্যের একাধিক জায়গায়।

আরও পড়ুন এ মাসের শেষেই পাওয়া যেতে পারে ভ্যাকসিন

শুক্রবার সকাল থেকে বন্ধ রাখা হচ্ছে থিরুঅনন্তপুরম বিমানবন্দর। রাজ্যে ২০০০ ত্রাণ শিবির খোলা হয়েছে৷ হাই অ্যালার্ট জারি হয়েছে। উপকূলীয় এলাকার মানুষদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে৷ পরিস্থিতি মোকাবিলায় তৈরি রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সেনা।
গোটা পরিস্থিতির ওপরে নজর রাখছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

You may also like

Leave a Reply!