Home বঙ্গ ভারী বৃষ্টিপাত ও ঝড়ের সম্ভবনা দীঘায়,সৈকতে NDRF এর টহলদারি শুরু

ভারী বৃষ্টিপাত ও ঝড়ের সম্ভবনা দীঘায়,সৈকতে NDRF এর টহলদারি শুরু

by banganews

দীঘা, ২৩ অক্টোবর, ২০২০ঃ ২২ থেকে ২৪  অক্টোবর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টিপাত ও ঘুর্ণিঝড়ের সম্ভাবনার কথা আগেই জানিয়েছিলো আবহাওয়া দপ্তর।  গতকাল থেকে নিম্নচাপের জেরে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি সাথে ঝোড়ো হাওয়া শুরু হয়। মূলত উপকূল এলাকায় তার প্রভাব বেশি পড়বে। তাই  পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দীঘায় সতর্কতা জারি করা হয়েছে সেই সঙ্গে সমুদ্রে মৎস্যশিকার ও পর্যটকদের সমুদ্রে নামা সম্পূর্ণ বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে। যৌথ টহলদারি চালাচ্ছে দীঘা থানার পুলিশ ও এনডিআরএফ।।

আরও পড়ুন মুম্বইয়ের সিটি সেন্টার মলে ভয়াবহ আগুন

যেকোনও সময় বৃষ্টি নামতে পারে। তাই তৎপর জেলা প্রশাসন। করোনার কারণে দীর্ঘদিন দীঘার পর্যটন কেন্দ্র পর্যটকদের জন্য বন্ধ থাকলেও তা এখন খুলে গিয়েছে। তার ফলে পূজোর ছুটি কাটাতে দীঘায় প্রচুর সংখ্যক পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে দিঘার পর্যটন কেন্দ্রে। এমন সময় প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়ে দীঘায় বেড়াতে আসা বহু সংখ্যক পর্যটক সমস্যায় পড়েছেন।

You may also like

Leave a Reply!