Home আবহাওয়া রাত থেকে একটানা ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে, চলবে দিনভর

রাত থেকে একটানা ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে, চলবে দিনভর

by banganews

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গতরাত থেকে চলছে ভারী বৃষ্টি। আজ দিনভর বৃষ্টি চলবে।এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর । সারারাত বৃষ্টি হওয়ায় গরম কিছুটা কমেছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৭ শতাংশ।  উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উপকূলের জেলাগুলোতে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। দীঘা মন্দারমণি সহ বিভিন্ন সমুদ্রসৈকতে সর্তকতা জারি। আজ ও কাল মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে।

রাজ্য সরকার বৃষ্টির জন্য সতর্কতা জারি করে একটি বুলেটিন প্রকাশ করেছে৷

আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া হুগলিতে।

আরও পড়ুন প্রথম গাড়ি ফিরে পেতে অনুরাগীদের দ্বারস্থ সচিন

সপ্তাহান্তে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে। রবিবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে। মৌসুমী অক্ষরেখা বিকানির, জয়পুর এবং ছত্তিসগড়ের নিম্নচাপের মধ্যে দিয়ে জামশেদপুর, দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে বিস্তৃত। যার প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বাংলায়৷

সেখানে বলা হয়েছে, আজ ভারী বৃষ্টি হতে পারে ৭-১১ সেমি। বাঁকুড়া পুরুলিয়া ঝাড়্গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান
২৩ অগাস্ট ৭-১১ সেমি উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া হুগলি
২৪ অগাস্ট ১২-২০ সেমি উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, এবং বাকি জেলাগুলিতে ৭-১১ সেমি

আরও পড়ুন আইপিএল-এর নতুন স্পন্সরেও চিনা যোগ

২৫ অগাস্ট – ১২-২০ সেমি বাঁকুড়া পুরুলিয়া ঝাড়্গ্রাম পশ্চিম মেদিনীপুর। ৭-১১ সেমি দক্ষিণবঙ্গের বাকি জায়গায়৷
১৯ এবং ২০ অগাস্ট মৎসজীবিদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷ দক্ষিণবঙ্গে জলস্তর বাড়তে পারে৷ এবং জায়গায় জায়গায় জল জমতে পারে৷

You may also like

Leave a Reply!