Home দেশ করোনাকে জব্দ করবেন তিনি, তৈরি হচ্ছে বিশেষ গণেশ মূর্তি

করোনাকে জব্দ করবেন তিনি, তৈরি হচ্ছে বিশেষ গণেশ মূর্তি

by banganews

সামনেই গণেশ চতুর্থী। তবে এবছর উৎসবের চিহ্নমাত্র নেই। মুম্বই, মহারাষ্ট্র, গোয়া, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক ও তামিলনাড়ু সব জায়গাতেই কোনও ধুমধাম নেই।

তবে গণেশ চতুর্থীর প্রস্তুতিতে এবার নজর কেড়েছে গুজরাতের সুরাতের এক শিল্পীর তৈরি গণেশ মূর্তি।

দেখুন ভিডিও 

You may also like

Leave a Reply!