Home বিদেশ ৩৯ স্ত্রী ও ৯৪ সন্তান নিয়ে বিশ্বের বৃহত্তম পরিবারের কর্তা এই ব্যক্তি

৩৯ স্ত্রী ও ৯৪ সন্তান নিয়ে বিশ্বের বৃহত্তম পরিবারের কর্তা এই ব্যক্তি

by banganews

বঙ্গ নিউস, ২৬ ডিসেম্বর, ২০২০ঃ মিজোরামের এক মধ্যবিত্ত পরিবারে ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন জিওনা । বিয়ে হয় ১৭ বছর বয়সে। কিন্তু সাধারণ মানুষের মতো একটি বিয়ে করে তিনি সন্তুষ্ট ছিলেন না৷ এরপর একের পর এক বিয়ে করতেই থাকেন৷ বিয়ে করেন মোট ৩৯ জন মহিলাকে। এক বছরে সর্বাধিক দশটি বিয়ে করার রেকর্ডও গড়েছেন জিওনা৷ শুধু তাই নয়, জানলে অবাক হবেন সব স্ত্রীই তাঁর সঙ্গে থাকেন।

আরও পড়ুন ফের বিস্ফোরক চিঠি সুদীপ্ত সেনের, পূর্ণাঙ্গ তদন্ত দাবি কুনাল ঘোষের

পৃথিবীর সব থেকে বড় পরিবার প্রধান হলেন জিওনা।
জিওনার পরিবারে ৩৯ জন স্ত্রী, ৯৪ জন সন্তান, ১৪ জন পুত্রবধূ এবং ৩৩ নাতি নাতনি রয়েছে৷ বাড়িতে ১০০ টি ঘর৷ সবাইকে এক সঙ্গে নিয়ে থাকেন৷ বিয়ের দিন অনসারে বউদের থাকার ঘর৷ প্রথম স্ত্রী থাকে সবচেয়ে দূরে আর শেষ বিয়ে করা বউ থাকে জিওনার ঘরের একদম পাশে।

পুরো পরিবারে রান্নাঘর একটাই। প্রতিদিন একশ কেজি চাল আর ৭০ কেজির বেশি আলু রান্না করা হয়। ৬০ কেজি আলু লাগে মাংস হলে৷ আর ৪০টিরও বেশি মুরগি লাগে। সবাই চাষের কাজ করে৷ তাই খাদ্যের অভাব হয় না৷
পরিবারের সদস্যদের জন্য আলাদা স্কুলও বানিয়েছেন জিওনা। স্কুলটি সরকারের কিছু অনুদানও পায়।

You may also like

Leave a Reply!