ডিজিটাল লকার এক ধরনের ভার্চুয়াল লকার যা ২০১৫ সালের জুলাই মাসে লঞ্চ করা হয়েছিল। আধার কার্ড থাকলেই এতে খোলা যাবে অ্যাকাউন্ট। এতে রাখা যাবে প্যান কার্ড, ভোটার আইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে পরীক্ষার মার্কশীট পর্যন্ত। ডিজিটাল লকারে অ্যাকাউন্ট তৈরীর জন্য প্রথমে digitallocker.gov.in বা digilocker.gov.in ওয়েবসাইটে যেতে হবে। এরপর সাইন আপ করলেই খুলে যাবে নতুন পেজ। মোবাইল নম্বর দিয়ে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে রেজিস্টার করতে হবে নিজেকে এরপর ইউজার নাম এবং পাসওয়ার্ড দিলেই ডিজিটাল লকার ব্যবহার করা যাবে।
দেখুন ভিডিও