পশ্চিমবঙ্গ রাজ্য হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, রাজ্য ভলিবল অ্যাসোসিয়েশন এর ভাইস প্রেসিডেন্ট, ‘দ্য বঙ্গ নিউজ ‘এর কর্ণধার বিশিষ্ট সমাজসেবী মাননীয় কুন্তল ঘোষ মহাশয় এর উদ্যোগে শুরু হল হ্যান্ডবল প্রিমিয়ার লিগ ২০২০-২১।

প্রথমবার বাংলা থেকে বেঙ্গল ব্লুজ অংশগ্রহণ করছে, তাই প্রেস মিটের মাধ্যমে বেঙ্গল ব্লুজের কথা সকলকে জানালেন আয়োজক কুন্তল ঘোষ৷ বেঙ্গল ব্লুজ টিমকে অন্যান্য রাজ্য তথা বিশ্বের দরবারে পৌঁছে দিতে চান মাননীয় কুন্তল ঘোষ৷ পূর্ব পরিকল্পনা থাকলেও করোনা পরিস্থিতির জন্য পিছিয়ে যায় অনুষ্ঠান৷ ২৪ নভেম্বর ২০২০ সন্ধ্যা সাতটায় হান্ডবল প্রিমিয়ার লিগ ২০২০-২১ এর বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেজেন্ড সুরঞ্জন দত্ত মহাশয়৷ হ্যান্ডবল ফেডারেশন অফ ইন্ডিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডক্টর আনন্দেশ্বর পান্ডে।
কুন্তল ঘোষ প্রসঙ্গে কথা বলতে গিয়ে আনন্দেশ্বর পাণ্ডে জি জানান, কুন্তল ঘোষ একজন তরুণ ক্রীড়াপ্রেমী ব্যক্তি এবং ভারতের কনিষ্ঠতম প্রেসিডেন্ট। বেঙ্গল হ্যান্ডবল অ্যাসোসিয়েশন কুন্তল ঘোষের এমন তরুণ প্রতিভাকে পাশে পেয়েছেন, এইজন্য তাদের উদ্যম ও প্রচেষ্টা দুই বৃদ্ধি পাবে বলে আশা রাখেন আনন্দেশ্বর পাণ্ডে৷ মানুষ সাধারণত টিম এর যোগ্যতা দেখে দায়িত্ব নেওয়ার কথা চিন্তা করেন কিন্তু কুন্তল ঘোষ নতুন একটা টিমের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন স্বেচ্ছায়, কেবলমাত্র বেঙ্গল ব্লুজ কে সকলের কাছে তুলে ধরবেন বলে৷
কিন্তু হঠাত হ্যান্ডবল কেন ? কুন্তল ঘোষ জানান, হ্যান্ডবল বিশ্বের দ্বিতীয় দ্রুততম খেলা৷ অলম্পিকে এই খেলার টিকিট সবার আগে বিক্রি হয়৷ কিন্তু বাংলায় এখনো এই খেলার তেমন প্রচলন হয়নি৷ কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা ক্রিকেট ফুটবল এর মতই হ্যান্ডবল ভলিবল এর মতন সমস্ত খেলার প্রতি উৎসাহী৷ তিনি সবসময়ই রাজ্যের খেলোয়াড়দের অগ্রগতির জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন৷ কুন্তল ঘোষ জানান,এভাবেই আগামী দিনেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণা এবং সহযোগিতাকে সঙ্গে করে বাংলার দল বেঙ্গল ব্লুজ এগিয়ে যাবে৷ আনন্দেশ্বর পাণ্ডে আশাবাদী, কুন্তল ঘোষের এই মহৎ প্রচেষ্টা সার্থক হবে। বাংলা নয় সমগ্র ভারতে কুন্তল বাবুর টিম বেঙ্গল ব্লুজ স্বমহিমায় উদ্ভাসিত হবে৷
ডিসেম্বর ২০২০ থেকে জানুয়ারি ২০২১ এর মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে হ্যান্ডবল প্রিমিয়ার লিগ৷ বেঙ্গল ব্লুজ, হায়দ্রাবাদ, দিল্লী, মহারাষ্ট্র, সহ মোট ৬ টি টিম অংশগ্রহণ করছে প্রিমিয়ার লিগে৷ মোট ৩৫ টি ম্যাচ হবে। প্রিমিয়ার লিগের জন্য তৈরি করা হয়েছে থিম সং। বেঙ্গল ব্লুজ এর থিম সং গেয়েছেন এই প্রজন্মের অন্যতম প্রতিভাবান অভিনেতা সৌরভ দাস৷ গানের কথা লিখেছেন স্বয়ং কুন্তল ঘোষ ৷ গানের প্রতিটি লাইনে সেই জোশ লড়াই করার সেই অদম্য জেদ ফুটে উঠেছে৷
এই প্রথম হ্যান্ডবলের মতন প্রাচীন খেলাকে ঘিরে এই উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে৷ প্রসঙ্গত, বিদেশের মাটিতে জনপ্রিয় হলেও এখানে হ্যান্ডবল ততটা পরিচিত নয়৷ প্রতিভা থাকা সত্ত্বেও যারা খেলার সুযোগ পান না, আর্থিকভাবে পিছিয়ে পড়া সেই সব খেলোয়াড়দের পাশেও দাঁড়িয়েছেন কুন্তল ঘোষ৷ নতুনদের সুযোগ দিতে চান তিনি। হারিয়ে যাওয়া খেলাকে নতুন প্রজন্মের কাছে কুন্তল ঘোষ যেভাবে তুলে ধরলেন, তাতে আগামী দিনে বেঙ্গল ব্লুজ অনেকদূর এগোবে এবং হ্যান্ডবল মানুষের মনে আগ্রহের সঞ্চার করবে একথা বলাই বাহুল্য৷