Home বঙ্গ মান্থলি নিয়ে নিত্যযাত্রীদের সুখবর শোনাল রেল

মান্থলি নিয়ে নিত্যযাত্রীদের সুখবর শোনাল রেল

by banganews

বঙ্গ নিউস, ৭ নভেম্বর, ২০২০ঃ  দীর্ঘ আট মাস বাদে জনসাধারণের জন্য চালু হচ্ছে রেল পরিষেবা। আগামী বুধবার থেকে শিয়ালদহ শাখায় ৪৬ শতাংশ ও হাওড়া ও দক্ষিণ-পূর্ব শাখায় ১৫ শতাংশ ট্রেন চলবে। তবে দীর্ঘদিন ট্রেন বন্ধ থাকায় মান্থলির মেয়াদ শেষ হয়ে গিয়েছে, এই নিউ নর্মালে মান্থলি কাটার ব্যাপারে কি নতুন কোনো নিয়ম মানতে হবে তা নিয়ে চিন্তিত নিত্যযাত্রীরা। তবে মান্থলি নিয়ে সুখবর শোনাল রেল। শেষ মান্থলির  মেয়াদ পর্যন্ত নতুন করে টিকিট কাটতে হবে না, শুধু কাউন্টারে গিয়ে তারিখ বদল করে নিতে হবে।

আরও পড়ুন আগামী সপ্তাহ থেকে চালু লোকাল ট্রেন, রেল রাজ্য বৈঠকে সিদ্ধান্ত

গত ২২ মার্চ থেকে বন্ধ হয়েছিল রেল পরিষেবা। সেই জায়গায় দাঁড়িয়ে কারও যদি মান্থলির  মেয়াদ ৩১ শে মার্চ পর্যন্ত হয় সেক্ষেত্রে সেই ব্যাক্তি ২১ শে মার্চ শেষ ট্রেন সফর করেছিল। রেল জানিয়েছে এক্ষেত্রে কাউন্টারে গিয়ে তারিখ বদল করে নিতে হবে অর্থাৎ ২১ থেকে ৩১ এই দশদিনের টিকিটের ভাড়া দিতে হবে না। ১১ তারিখ থেকে আগামী ১০ দিনের মেয়াদ যোগ করে দেওয়া হবে। রেলসূত্রে আরও খবর এই তারিখ বদল করা যাবে আগামী ৯ তারিখ থেকে। মান্থলির তারিখ বদল করার জন্য ৯ তারিখ সকাল ৮ টা থেকে কাউন্টার খোলা হবে। ভিড় এড়ানোর জন্যই দুদিন আগে থেকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ১১ তারিখ থেকে নিত্যদিনের টিকিট মিলবে। এর জন্য নতুন কোনো নিয়ম পালন করতে হবে না নিত্যযাত্রীদের।

You may also like

Leave a Reply!