গোটা বিশ্বে মাত্র পাঁচ বার সোনালী কচ্ছপের দেখা মিলেছে। সম্প্রতি ভারতের প্রতিবেশী দেশ নেপালের ধানুশা জেলার অন্তর্ভুক্ত ধানুশাধামে দেখা পাওয়া গেল একটি সোনালী কচ্ছপের।
অভূতপূর্ব এই প্রাণীটিকে ভগবান বিষ্ণুর অংশ বলে পুজো করতে শুরু করেছেন এলাকাবাসী। দূরদূরান্ত থেকে বহু দর্শনার্থী সোনালী কচ্ছপ দেখতে ভিড় জমাচ্ছেন।
দেখুন ভিডিও