Home দেশ গোদাবরীর তীরে মিলছে দেদার ‘সোনা’, কুড়োচ্ছেন স্থানীয়রা!

গোদাবরীর তীরে মিলছে দেদার ‘সোনা’, কুড়োচ্ছেন স্থানীয়রা!

by banganews

প্রাকৃতিক দুর্যোগে জনজীবন বিপর্যস্ত হতে আমরা হামেশাই দেখেছি। দেখেছি স্বজন হারানোর কান্না। কিন্তু ঘূর্ণিঝড়ের দাপটও যে কারও মুখে হাসি ফোটাতে পারে, তা নিজের চোখে দেখে বিশ্বাস করতে হলে আপনাকে এখনই পাড়ি দিতে অন্ধ্রে। কারণ
অন্ধ্রপ্রদেশে পূর্ব গোদাবরী নদীর তীরে যেদিকে তাকাও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সোনা। স্বভাবতই সেই সোনা কুড়িয়ে নিতে হুড়োহুড়ি পড়েছে স্থানীয়দের মধ্যে। নিভার ঘূর্ণিঝড় চোখ রাঙিয়ে গেছে অন্ধ্রপ্রদেশকে।

বরযাত্রীর শোভাযাত্রা ঘিরে রণক্ষেত্র শ্রীরামপুর

ঝড়ের দাপট কমার পরই গোদাবরীর তীরে দেখা মিলেছে এইধরনে হলুদ ধাতুর। তবে তা আদৌ সোনা কিনা তা স্পষ্ট নয়। যদিও ঝড়ের পর গোদাবরীর তীরে মূল্যবান ধাতু মেলা নজিরবিহীন ঘটনা নয়। তাই এলাকার মানুষের বিশ্বাস, নিভার চলে যাওয়ার পরে গোদাবরীর তীরে যে ধাতু পড়ে থাকতে দেখা যাচ্ছে তা খাঁটি সোনা ছাড়া আর কিছুই নয়। পূর্ব গোদাবরীর ইউ কোঠাপল্লী মণ্ডলের বেশ কয়েকটি মৎস্যজীবী পরিবার সোনার টুকরো পেয়েছেন বলে দাবি। তবে প্রশাসনের বক্তব্য, সেই ধাতুটি সোনা কিনা তা এখনও নিশ্চিত নয়। বিশ্বাসের উপর ভিত্তি করেই এখন গোদাবরীর তটে ভিড় জমছে নিয়মিত।

You may also like

Leave a Reply!