Home দেশ এই অ্যাপে কণ্ঠ দিন, করোনা কি না জেনে নিন

এই অ্যাপে কণ্ঠ দিন, করোনা কি না জেনে নিন

by banganews

মুম্বই, ২০ অগাস্ট, ২০২০: করোনা পরীক্ষায় এবার নতুন প্রযুক্তি। দেশে এই প্রথম কন্ঠস্বরের ওপর ভিত্তি করে পরীক্ষা হতে চলেছে কোভিড ১৯। মুম্বই পৌরসভা বিএমসি এক পাইলট প্রকল্পের সূচনা করছে। প্রাথমিক পর্বে সেটি হবে এক হাজার লোকের উপরে। পরীক্ষাটি অ্যাপভিত্তিক প্রযুক্তির সাহায্যে করা হবে। এর মাধ্যমে করোনার লক্ষণগুলি পরীক্ষা করা হবে।
বিএমসি-এর অ্যাডিশনাল কমিশনার সুরেশ কাকানি বলেছেন যে, ইজরায়েল ও আমেরিকাতে করোনার পরীক্ষা করা হচ্ছে। চলতি মাসে শুরু হওয়া পাইলট প্রকল্পটি যদি সফল হয়, তবে তা সারা দেশে কার্যকর করা হবে।

আরও পড়ুন :  কিছুটা সুস্থ প্রণব মুখার্জি, আর যা জানাল হাসপাতাল

আমেরিকায় এই পরীক্ষাটি করে ভোকালিস হেলথ। ভারতে এই পরীক্ষার কাজে একসঙ্গে জড়িত থাকছে ফার্মাসিউটিক্যাল এবং আইটি।
যে রোগীদের করোনা টেস্ট এর জন্য কন্ঠস্বর পরীক্ষা করা হবে তাদের আরটি-পিসিআর অর্থাৎ সোয়াবের সুরক্ষামূলক টিউবেও নমুনা নেওয়া হবে।
উভয় পরীক্ষারই মূল্যায়ন করা হবে। কোন পরীক্ষাটি আরও সঠিক এবং কোন পরীক্ষার ফলাফল তাড়াতাড়ি আসে তা বিবেচনা করে দেখা হবে।

আরও পড়ুন :  জুন মাসের বিল দিলেই চলবে, পিছু হটে জানাল সিইএসসি

এটি করার পেছনে বিএমসি-র যুক্তি হল, করোনা আক্রান্তদের কণ্ঠস্বর পরিবর্তিত হয়। পাইলট প্রকল্পের আওতায় এই পরীক্ষা নিখরচায় করা হবে।
বিদেশে এখনও পর্যন্ত এই পরীক্ষায় প্রায় ৮৫ শতাংশ পর্যন্ত পজেটিভ ফলাফল মিলেছে।

You may also like

Leave a Reply!