Home বঙ্গ ভূতের আতঙ্কে ঘুম উড়েছে মুর্শিদাবাদ হোস্টেলের ছাত্রীদের

ভূতের আতঙ্কে ঘুম উড়েছে মুর্শিদাবাদ হোস্টেলের ছাত্রীদের

by banganews

ভূত আছে কি নেই, এই নিয়ে বিস্তর মতামত রয়েছে। অনেকেই মনে করেন ভূত আছেন আবার বিজ্ঞান এসব তথ্যে বিশ্বাসী নয়। এবার ভূতের ভয়ে রাতের ঘুম উড়েছে মুর্শিদাবাদের বালিকা হস্টেলের আবাসিকদের। কখনও নূপুরের শব্দ আবার কখনও আবার আচমকা আয়নায় উড়ে এসে পড়ল সিঁদুর! এই ‘ভৌতিক’ কাণ্ডে নাজেহাল মুর্শিদাবাদের ধুলিয়ান বানিচাঁদ আগরওয়াল কোস্তুরী গান্ধী বালিকা হস্টেলের আবাসিকরা। আতঙ্কে ঘুম উড়েছে তাঁদের। হস্টেলে প্রায় ১০০ জন থাকতেন। তাঁরা সকলেই ধুলিয়ান বানিচাঁদ আগরওয়াল বালিকা বিদ্যালয়ের পড়ুয়া। করোনার কারণে প্রায় ২ বছর স্কুল বন্ধ থাকায় তালা পড়েছিল হস্টেলেও। দেড় মাস আগে ফের খুলেছে হস্টেলের দ্বার। কয়েকদিন আগেই এই ঘটনার উৎপত্তি। আচমকা ভেসে আসছে নুপুরের আওয়াজ। কখনও আবার মনে হচ্ছে, নুপুর পড়ে হেঁটে যাচ্ছেন কেউ। কখনও আবার পড়ুয়ারা অনুভব করছে, পাশে দাঁড়িয়ে রয়েছে কেউ। কিন্তু চোখে দেখা যাচ্ছে না।

সেন্ট্রাল মেট্রো স্টেশনে বসল আন্তর্জাতিক মানের চলমান সিঁড়ি

কখনও আবার সিঁদুর উড়ে এসে পড়ছে আয়নায়। গোটা বিষয়টি হস্টেল কর্তৃপক্ষকে জানায় আবাসিকরা। এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা বলেন, “কিছুদিন ধরে ছাত্রীরা ভয় পাচ্ছিল। সেই কারণে ধর্মগুরুরা এসেছিলেন। যজ্ঞ করা হয়েছে।” তবে এই ভূতের তত্ব মানতে নারাজ বিজ্ঞান মঞ্চের সদস্যরা। তাঁদের কথায়, গোটা ঘটনাটিই কুসংস্কার।

You may also like

Leave a Reply!