Home Uncategorized শীতে পা ফাটার সমস্যা থেকে চিরতরে মুক্তি

শীতে পা ফাটার সমস্যা থেকে চিরতরে মুক্তি

by banganews

বঙ্গ নিউস, ১৯ নভেম্বর, ২০২০ঃ শীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের পা। পায়ের পাতার চামড়া খসখসে হয়৷ ধুলোবালি ময়লা ঢুকে ইনফেকশনের সম্ভাবনা থাকে। ফলে পা ব্যথা হয়। জুতো যদি ভালো না হয় তাহলেও পা ফাটে। পায়ের চামড়া ক্ষতিগ্রস্ত হয়। শীতে এই সমস্যা বাড়ে, দেখে নিন কীভাবে যত্ন নেবেন

আরও পড়ুন আইনি গেরোয় আটকে অমিতাভের আগামী ছবি

গামলাতে জল নিয়ে জলে লেবুর রস আর এক চিমটে খাবার সোডা মিশিয়ে ওতে আপনার পা ডুবিয়ে রাখুন ১৫ মিনিট মতো।এরপর একটা পিউমিক স্টোন দিয়ে পা পরিষ্কার করে ফেলুন।নিয়ম করে করলে দেখবেন পা ফাটা এক্কেবারে ভ্যানিশ হয়ে গেছে।

পা ঢাকা জুতো পরবেন। সেই সঙ্গে পায়ে মোজা রাখুন। মোজা পরার আগে পায়ে কোনও ক্রিম লাগিতে নিয়ে পরুন।
গোলাপজল আর গ্লিসারিনের মিশ্রণ পায়ের ফাটা, চামড়ার ক্ষয় অনেকটাই সারিয়ে তুলতে পারে।

পা পরিস্কার করার পর পাকা কলা আর মধুর পেস্ট পায়ে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। শুকিয়ে এলে গরম জল দিয়েই ধুয়ে ফেলুন। সপ্তাহে দুদিন করলেই খুব ভালো ফল পাবেন।

You may also like

Leave a Reply!