NDA জোট ক্ষমতায় এলে বিহারের মানুষজন বিনামূল্যে ভ্যাকসিন পাবেন৷ বিহার বিধানসভা নির্বাচনের আগে এমনই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল৷ এবার সেই প্রতিশ্রুতিতেই সিলমোহর দিল নীতীশ কুমারের সরকার। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সদস্য সুশীল মোদি। বিহারের বেশিরভাগ মানুষের ভ্যাকসিন কেনার ক্ষমতা নেই৷ বিহারের উপমুখ্যমন্ত্রী তারকিশোর প্রসাদ জানান, বিনামূল্যে কোভিড ভ্যাক্সিন পাওয়া বিহারবাসীর জন্য সবচেয়ে বড় উপহার। কারণ বিহারবাসীর একাংশের মাত্র কোভিড ভ্যাকসিন কেনার ক্ষমতা রয়েছে।
দাসপুরে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস আহত ১৫
উল্লেখ্য, বিহারে ভোটপ্রচারে নির্মলা সীতারমণ বিনামূল্যে কোভিড ভ্যাকসিন দেওয়ার কথা বললে বিরোধীদের অভিযোগ ছিল, টিকাকরণ প্রক্রিয়া নিয়ে রাজনীতি করছে বিজেপি। এখন তাদের প্রশ্ন বিহারে বিজেপি জিতেছে তাই বিনমূল্য কোভিড ভ্যাকসিন দেওয়া হচ্ছে কিন্তু দেশের বাকি রাজ্য যেখানে বিজেপি ক্ষমতায় নেই, সেখানে কী হবে?