রাজ্যে ৩৪ টি কেন্দ্রে স্টাইপেণ্ড সহ ফ্রি ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং এর কোচিং ক্লাসের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে সরকার। এর জন্য নির্দিষ্ট নিয়মে আবেদন করতে হবে। এই ক্লাস করাবে অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী দপ্তর। এও জানা গেছে কেবলমাত্র তফশিলী জাতি ও উপজাতির ছাত্রছাত্রীরাই কেবল এই কোচিং ক্লাসের জন্য আবেদন কররে পারবে। এই কোচিং ক্লাসের জন্য ছাত্রছাত্রীদের কোনোরকম টাকা লাগবে না।
নিখরচায় এই আবেদন করা যাবে। আজ থেকেই এই ভর্তির জন্য আবেদন করা যাবে। যে যে জেলায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তা আমরা এক নজরে দেখে নেব । দক্ষিণবঙ্গে, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, ঝাড়গ্রাম সদর, ব্যারাকপুরের নৈহাটি, বসিরহাট, হাওড়া, বাগনান, নোয়াপাড়া, সিউড়ি, খেজুরি, পুরুলিয়া, মানবাজার পুরুলিয়া সদর, আলিপুরদুয়ার সদর, বাঁকুড়া সদর ও খাতরা। আবার উত্তরবঙ্গে দার্জিলিঙ সদর, কোচবিহার সদর শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালবাজার, কালিম্পঙ সদরে প্রশিক্ষণ দেওয়া হবে।
আরো পড়ুন
IDBI BANK -এ চাকরির বিরাট সু্যোগ
ছাত্রছাত্রীরা ভর্তির জন্য আবেদন পত্র জমা করতে পারবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। নীচের দুটি ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করা যাবে – www.anagrasarkalyan.gov.in এবং www.wbbcdev.gov.in । এই প্রশিক্ষণ শিবিরগুলিতে ভর্তির জন্য দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগ এবং স্নাতক স্তরে প্রথম বর্ষে পাঠরত ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন। আরো দরকারি খবর এটাই যে, এই ক্লাস চলাকালীন প্রত্যেক ছাত্রছাত্রীরা ৩০০ টাকা করে মাসে স্টাইপেণ্ড পাবেন। রাজ্য সরকারের এই উদ্যোগকে নিশ্চিতভাবেই সবাই সাধুবাদ জানিয়েছেন।