TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

বস্তার মধ্যে থেকে কান্নার আওয়াজ, বস্তা খুলতেই সদ্যোজাত কন্যাসন্তান 

বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকের অন্তর্গত কোমা গ্রামে একটি সদ্যোজাত কন্যাসন্তান উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। বীরভূমে সিউড়ির কোমা গ্রামে ক্যানেলের পাশ থেকে বস্তা বন্দি অবস্থায় উদ্ধার এক সদ্যোজাত কন্যাসন্তান। সিউড়ি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হল ওই কন্যাসন্তানকে। শুক্রবার রাতে গ্রামের কিছু যুবক স্থানীয় ক্যানেলের পাড় থেকে কান্নার আওয়াজ শুনতে পান। কাছে গিয়ে তাঁরা দেখতে পান, একটি বস্তাবন্দী সদ্যোজাত কন্যাসন্তান রয়েছে সেখানে। এরপর শিশুটিকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা নিয়ে আসে সিউড়ি সদর হাসপাতালে।
আরও পড়ুন : আজ হাসপাতালে ভর্তির সম্ভাবনা বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের
কে বা কারা কোন উদ্দেশ্যে ওই দুধের শিশুকে ফেলে গিয়েছে এ ব্যাপারে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।  ঘটনার তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশও। ওই এলাকায় কোন সিসিটিভি নেই, তবুও ওই এলাকায় যাওয়ার সমস্ত প্রধান রাস্তায় সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে শিশু বিভাগে চিকিৎসাধীন রয়েছে সদ্যোজাত কন্যাসন্তান। তার চিকিৎসায় একটি ডাক্তারের টিম কাজ করে চলেছে। আগের থেকে অনেকটা ভালো আছে শিশুটি।