Home দেশ লাগাতার তৃতীয়দিন নীরজকে ম্যারাথন জেরা সিবিআই-এর

লাগাতার তৃতীয়দিন নীরজকে ম্যারাথন জেরা সিবিআই-এর

by banganews

মুম্বই, ২৩ অগাস্ট, ২০২০: আজও সিবিআই-এর জেরার মুখে নীরজ এবং সিদ্ধার্থ পিটানি। প্রথমজন সুশান্ত সিং রাজপুতের রাঁধুনি। দ্বিতীয়জন তাঁর বন্ধু তথা হাউজমেট। নীরজকে এই নিয়ে লাগাতার তিনদিন জেরা করছেন গোয়েন্দা আধিকারিকরা। সিদ্ধার্থের জেরা হচ্ছে এই নিয়ে দ্বিতীয়দিন।

আরও পড়ুন সুশান্তের বাড়িতে সিবিআই, সঙ্গে বন্ধু সিদ্ধার্থ আর রাঁধুনি নীরজ

সূত্রের খবর, গতকাল সুশান্ত মৃত্যু দৃশ্যের পুনঃনির্মাণের জন্যও সুশান্তের অ্যাপার্টমেন্টে নিয়ে যাওয়া হয়েছিল এই দুইজনকে। বান্দ্রার ওই অ্যাপার্টমেন্টের চতুর্দিক খতিয়ে দেখে সিবিআইয়ের ফরেনসিক টিম। ঘটনার প্রায় ৬৮ দিনের মাথাতেও কোনওরকম ফরেনসিক এভিডেন্স পাওয়া সম্ভবপর কিনা, তা দেখতে চেয়েছে সিবিআই টিম।
সব দেখাশোনার পর শুরু হয়েছে ম্যারাথন জেরা। জেরা চলেছে আজ সকালেও।

You may also like

Leave a Reply!