আসানসোল, ১৫ নভেম্বর, ২০২০ঃ দিপাবলীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড আসানসোলে। মুহুর্তের মধ্যে পুড়ে ছাই ১০ টি দোকান ও বাড়ি। দোকানগুলি ঝুপড়ি হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। সেই দোকানগুলির মধ্যে একটি ইলেকট্রিকের দোকান ছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সেই দোকানের শর্ট সার্কিটের থেকে আগুন লেগেছে। অবশ্য
আরও পড়ুন বাংলা সিনেমা জগতে তাঁর অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে : প্রসেনজিত চট্টোপাধ্যায়
দীপাবলীর রাতে প্রদীপের থেকেও আগুন লাগতে পারে বলে আনুমান। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও একটি বাড়িতে আগুন লেগে ভস্মীভুত হয়ে যায়। কয়েকলক্ষ টাকা ও মূল্যবান কিছু সম্পত্তি পুড়ে গিয়েছে। সৌভাগ্যক্রমে তখন পরিবারের সদস্যরা বাড়ির বাইরে ছিলেন ফলে বড়সড় দূর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।