Home আবহাওয়া বৃষ্টির সঙ্গে সঙ্গে ঠান্ডা প্রবেশ করবে বঙ্গে, জেনে নিন আজকের আবহাওয়া আপডেট

বৃষ্টির সঙ্গে সঙ্গে ঠান্ডা প্রবেশ করবে বঙ্গে, জেনে নিন আজকের আবহাওয়া আপডেট

by banganews

বঙ্গ নিউস, ১৯ নভেম্বর, ২০২০ঃ গত কয়েকদিন ধরে ঘূর্ণাবর্তের কারণে বেশ গরম অনুভব হচ্ছিল। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূর্ণাবর্ত দূর্বল হয়ে দেশে প্রবেশ করছে পশ্চিমি ঝঞ্ঝা। এইকারণে আজ উত্তরবঙ্গে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির সঙ্গে সঙ্গেই নামবে তাপমাত্রার পারদ। জাঁকিয়ে পড়বে শীত। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।

আরও পড়ুন শুধু করোনা নয়, এই চার রোগেও কোয়ারেন্টাইনে থাকতে হবে রাজ্য সরকারি কর্মীদের

আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বোচ্চ তাপমাত্রা কমলেও সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি বৃদ্ধি পেয়েছে কালকের থেকে।

You may also like

Leave a Reply!