Home দেশ কাজের খোঁজ দেবে গুগল টাস্ক মেট

কাজের খোঁজ দেবে গুগল টাস্ক মেট

by banganews

 

গুগল নিয়ে আসছে গুগল টাস্ক মেট। এর মাধ্যমে স্মার্টফোনে সাধারণ কিছু কাজের বিনিময়ে টাকা উপার্জন করতে পারবেন গ্রাহক। সারা বিশ্বে কোন বাণিজ্য গ্রুপ কোথায় কি কাজের সন্ধান দিচ্ছে তার খোঁজ মিলবে এই অ্যাপের মাধ্যমে।

কেউ কোনো ফটোগ্রাফার খুঁজছেন কিংবা কারো চাই প্রশ্নের উত্তর অথবা কেউ ইংরেজি থেকে অন্য কোন ভাষায় অনুবাদ করতে চাইছেন – এ ধরনের অসংখ্য কাজের খোঁজ পাওয়া যাবে।

কাজ করতে পারলে টাকা পাবেন৷ গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন। ঘরে বসে এবং বাইরে গিয়ে কাজ করতে পারবেন। গুগল সরাসরি আপনাকে কাজ পাঠাতে পারে। তবে ইচ্ছা করলে সেটা বাতিল করে দিতে পারেন।

কর্পোরেট সংস্থা ব্যাঙ্ক খুললে সাধারণের টাকার নিরাপত্তা অনিশ্চিত – রঘুরাম রাজন

কোন কাজের জন্য বাইরে যেতে হলে অ্যাপ দেখিয়ে দেবে কত সময় লাগতে পারে। কাজটি করতে কত টাকা পাবেন সে ধারনাও দেবে। তবে পেমেন্ট পাওয়ার জন্য কোন একটা থার্ডপার্টি প্রসেসর এর মাধ্যমে গ্রাহক এর একাউন্ট লিংক করাতে হবে। গুগলের এই পরিকল্পনা বাস্তবায়ন হলে কাজের জগতে নতুন দিক খুলে যাবে

You may also like

Leave a Reply!