রাঁচি, ১৫ অগাস্ট: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন মহেন্দ্র সিং ধোনি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এখবর জানা গেছে। তাঁর অবসর নিয়ে দীর্ঘদিন ধরে একাধিক খবর শোনা গেছে। কিন্তু, অবসরের বিষয়ে মাহিকে তেমন কিছু বলতে শোনা যায়নি প্রকাশ্যে। তবে আজকের এই বিশেষ দিনে পাকাপাকিভাবে সিদ্ধান্তটা নিয়েই ফেললেন ভারতকে বিশ্বকাপ এনে দেওয়া এই ক্রিকেটার।
ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাঁর অবসরের সিদ্ধান্তটা জানিয়েছেন ধোনি। দেখুন ঠিক বলেছেন মাহি—
View this post on Instagram
Thanks a lot for ur love and support throughout.from 1929 hrs consider me as Retired
জল্পনা চলছিল দীর্ঘদিন ধরেই। অবশেষে শনিবার ইনস্টাগ্রামে সন্ধ্যায় ধোনি লেখেন, ‘এতদিন ধরে ভালবাসা আর সমর্থনের জন্য ধন্যবাদ। সন্ধ্যা ৭.২৯ থেকে আমাকে অবসরপ্রাপ্ত ক্রিকেটার ভাবতে পারেন।’ জীবনের নানা ক্রিকেটীয় মুহূর্তের ছবি নিয়ে একটি গানও ইনস্টাগ্রামে দিয়েছেন ধোনি।
স্বাধীনতা দিবসে ধোনি অবসর নিলেন তা নয়, তাকে ১৯২৯ ঘণ্টা আগে থেকে অর্থাৎ প্রায় ৮০ দিন আগে থেকেই অবসরপ্রাপ্ত খেলোয়াড় হিসেবে বিবেচনা করতে বলেছেন তিনি।
২০০৪ সালে ওয়ানডে ক্রিকেটে ভারতের হয়ে খেলা শুরু করেন ধোনি। ২০১৪ সালের পর আর টেস্ট ক্রিকেট খেলেননি। সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের ফেব্রুয়ারিতে। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে আসর থেকে বিদায় নেয় ভারত। এই ম্যাচটিই ছিল ধোনির শেষ ম্যাচ।এরপর ভারত অনেকগুলো দ্বিপাক্ষিক সিরিজ খেললেও কোনো সিরিজেই ধোনি অংশ নেননি।