বঙ্গ নিউস, ২৮ নভেম্বর, ২০২০ঃ অবশেষে শীত আসতে চলেছে বঙ্গে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর রবিবার থেকে নামতে শুরু করবে তাপমাত্রার পারদ। আবহাওয়ার শিরোনামে জায়গা করে নেবে কনকনে ঠান্ডা। তবে আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন বঙ্গোপসাগরে আরও দুটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। একটি ২৯ শে নভেম্বর দাক্ষিণাত্যে প্রবেশ করতে পারে, আরেকটি ডিসেম্বরের প্রথমে হানা দিতে পারে। নিভাব ঘূর্ণিঝড়ের কারণে তাপমাত্রা খানিক বৃদ্ধি পেলেও ফের তাপমাত্রার পারদ নিম্নগামী হতে চলেছে আগামীকাল থেকেই।
আরও পড়ুন ডার্বি জয় এটিকে-মোহনবাগানের, গোলশূন্য এসসি ইস্টবেঙ্গল
আজ ঠান্ডার খুব একটা প্রভাব না থাকলেও শীতের পোশাক গায়ে চাপিয়েছেন মানুষ। আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।