Home Uncategorized করোনা আক্রান্ত প্রণব মুখোপাধ্যায়ের মাথায় অস্ত্রোপচার, রয়েছেন ভেন্টিলেশনে

করোনা আক্রান্ত প্রণব মুখোপাধ্যায়ের মাথায় অস্ত্রোপচার, রয়েছেন ভেন্টিলেশনে

by banganews

দিল্লি, ১১ অগাস্ট, ২০২০: করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মাথায় রক্ত জমাট বেঁধে যাওয়ায় জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয় তাঁর। অস্ত্রোপচার সফল হলেও তাঁর শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। তাঁকে বর্তমানে ভেন্টিলেশনে রাখা হয়েছে। দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।

আরও পড়ুন :  বড় খবর! করোনার ভ্যাকসিন তৈরি, প্রয়োগ প্রেসিডেন্টের মেয়ের শরীরেও

সোমবার বিকেলে টুইটে প্রণব মুখোপাধ্যায় লেখেন, অন্য একটি দরকারে হাসপাতালে গিয়েছিলেন। তখনই তাঁর করোনা পরীক্ষা হয়। তাতে দেখা যায় তিনি কোভিড পজিটিভ। করোনায় আক্রান্ত তিনি। নিজে করোনা আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে গত এক সপ্তাহে যে বা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, সবাইকে সাবধানতা নেওয়ার জন্য অনুরোধ করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি। সবাই যাতে সেল্ফ আইসোলেশনে চলে যায় ও নিজেদের কোভিড পরীক্ষা করিয়ে নেয়, সেজন্য অনুরোধ করেছেন তিনি। ২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা।

আরও পড়ুন :  ফুটপাতের বিক্রেতাদের ২০ হাজার টাকার সরকারি ঋণ, ঘোষণা দিল্লি সরকারের

তাঁর সংক্রমণের কথা শুনে দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন রাজনীতিবিদরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে জানান, “প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জীদার করোনা পজেটিভ শুনে উদ্বিগ্ন। ওনার দ্রুত আরোগ্য কামনা করি।”  দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল লেখেন, “নিজের যত্ন নিন। আপনার দ্রুত আরোগ্য ও সুস্থ শরীরের প্রার্থনা করছি।” এছাড়াও রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল, দিল্লি কংগ্রেসের প্রাক্তন প্রধান অজয় মাকেন, কর্নাটক কংগ্রেসের পরিচিত মুখ ডিকে শিবকুমার প্রণব মুখোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনায় টুইট-বার্তা পাঠিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ প্রণব মুখোপাধ্যায়কে দেখতে সেনা হাসপাতালে যান।

You may also like

Leave a Reply!