Home প্রযুক্তি ইনস্টল করা থাকলেও আর কাজ করবে না পাবজি

ইনস্টল করা থাকলেও আর কাজ করবে না পাবজি

by banganews

ভারত-চীন সীমান্তে সংঘাতের পর জনপ্রিয় অনলাইন গেম পাবজি মোবাইল এবং পাবজি মোবাইল লাইট ব্যান করা হয়। সরকারি নির্দেশ মেনে দুটি গেম গুগল প্লে স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোর থেকে সরিয়ে ফেলা হয়। তবে গেমটি আগে থেকেই ইনস্টল করা ছিল তারা এতদিন পর্যন্ত সেটি খেলতে পারতেন। কিন্তু শুক্রবার থেকে আর কাজ করবে না পাবজি মোবাইল ।

আরও পড়ুন করোনার কোপে জৌলুসহীন কাটোয়ার লক্ষীপুজো

বৃহস্পতিবার রাতে নিজেদের অফিশিয়াল ফেইসবুক পেজে একটি পোস্ট করে সংস্থা জানায় ৩০ অক্টোবর থেকে ভারতীয় গ্রাহকরা আর পাবজি মোবাইল ব্যবহার করতে পারবেন না। এমনকি পাবজি মোবাইল লাইট ভার্সনটিও আর কাজ করবে না।

ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকছে না এই অভিযোগে এই গেম নিষিদ্ধ করেছিল কেন্দ্র। জনপ্রিয় গেম ভারতে নিষিদ্ধ হওয়ায় তরুণ প্রজন্মের একাংশের মন খারাপ। এয়ারটেল কিংবা জিওর হাত ধরে পাবজি ফিরবে এমনটা শোনা যাচ্ছিল। তবে বৃহস্পতিবার রাতের ঘোষণার পর সেই সম্ভাবনা বোধহয় আর রইল না।

You may also like

Leave a Reply!