Home বিনোদন বাথরুম স্ক্রাবার দিয়ে রোগীকে ইলেকট্রিক শক,ধারবাহিকের দৃশ্যে হাসির রোল

বাথরুম স্ক্রাবার দিয়ে রোগীকে ইলেকট্রিক শক,ধারবাহিকের দৃশ্যে হাসির রোল

by banganews

সন্ধে হলেই রিমোট হাতে টিভির সামনে বসে যান বাড়ির মা কাকিমা’রা। চরিত্রগুলো নিজেদের জীবনের সঙ্গে জড়িয়ে যায়৷ পারিবারিক কাহিনি, থেকে পৌরাণিক কাহিনি সবই তারা মন দিয়ে দেখেন৷ কিন্তু এখন যুগ বদলেছে৷ মোবাইলেও টিভির সমস্ত বিনোদন শো হাজির। তাই নেটিজেনরাও সিরিয়াল দেখেন৷

আরও পড়ুন লকডাউনে কর্মহীনদের জন্য চালু বেকার ভাতা , পারিশ্রমিকের ৫০% দেওয়া হবে তিন মাস পর্যন্ত

সম্প্রতি, নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের একটি দৃশ্য। কী নিয়ে এত হইচই করছেন নেটিজেনরা? অবাস্তব গল্প বা দৃশ্যই এখন আকর্ষণের মূল উপকরণ৷ মাঝে মাঝেই এসব অবাস্তব বিষয় নিয়ে হইচই হয়। হাস্যকর মন্তব্য করা হয় ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীদের উপর।

কৃষ্ণকলি ধারাবাহিকে দেখা যাচ্ছে সাধারণত হৃদরোগে আক্রান্ত কোনও রোগীর ক্ষেত্রে যেরকমভাবে শক দেওয়া হয়,তেমনই শক দেওয়া হচ্ছে নায়িকাকে।
হাসপাতালের বিছানায় মৃত্যুশয্যায় থাকা রোগীকে বাথরুম স্ক্রাবার দিয়ে ইলেকট্রিক শক দিচ্ছেন চিকিৎসকরা। এই দেখেই নেটদুনিয়ায় ভাইরাল ওই দৃশ্য নিয়ে শুরু হয়ে যায় ঠাট্টা।চিকিৎসার ক্ষেত্রে যে যন্ত্র দিয়ে ইলেকট্রিক শক দেওয়া হয়, তার সঙ্গে কোনো মিল নেই। তাই ট্রোলড হওয়াটাই স্বাভাবিক৷

আরও পড়ুন পরিবারের রোজগার নিয়ে চিন্তা ? NPS আছে তো

টিআরপির দৌড়ে টিকে থাকার জন্য চ্যানেলের প্রাণপণ চেষ্টা তাই দর্শক টানতে যাবতীয় ঝক্কি সামলাতে হয় নির্মাতা-চিত্রনাট্যকারদের। একটি চরিত্রকে ঘিরে গল্প শুরু হলেও কিছু সময় পর তা এমন জায়গায় পৌঁছয়, যেখানে চমক ছাড়া দর্শক ধরে রাখা যায় না এটাই বাস্তব কিন্তু তার জন্য বাথরুম স্ক্রাবার দিয়ে রোগীকে ইলেকট্রিক শক দেওয়া হবে? হাসির ছলে এই প্রশ্ন করছেন নেটিজেনরা

You may also like

Leave a Reply!