Home দেশ ক্রনিক রোগে আক্রান্ত প্রবীণরা পাবেন করোনা টিকায় অগ্রাধিকার

ক্রনিক রোগে আক্রান্ত প্রবীণরা পাবেন করোনা টিকায় অগ্রাধিকার

by banganews

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, প্রবীণ নাগরিকরা করোনার ভ্যাকসিন নিতে পারবেন।  মোবাইল অ্যাপ ও সরকারি ভ্যাকসিন পোর্টালের মাধ্যমে অথবা জেলা প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তাদের নাম নথিভুক্ত করতে পারবে। স্বাস্থ্যকর্মী, পুলিশ সহ সমস্ত ‘ফ্রন্টলাইন’ কর্মীদের টিকাকরণ শুরু হওয়ার পরেই টিকা নিতে ইচ্ছুক প্রবীণদের নাম নথিভুক্তির কাজ শুরু হবে বলে ইঙ্গিত দিয়েছে কেন্দ্র।

তবে স্বাস্থ্য মন্ত্রক স্পষ্টত জানিয়েছে, টিকা নেওয়া বাধ্যতামূলক নয়। প্রথম ধাপে এক কোটি স্বাস্থ্যকর্মী, দু’কোটি পুরকর্মী, পুলিশ ও আধাসেনাদের টিকা দেওয়ার কথা রয়েছে। এর পরের ধাপে ৫০ বছরের বেশি বয়সি নাগরিকরা এবং দীর্ঘদিন ধরে কিডনি বা ফুসফুসের রোগে ভুগছেন এমন ২৭ কোটি মানুষকে টিকা দেওয়া হবে৷

 

আসছে হোয়াটসঅ্যাপ পেমেন্ট, টাকা লেনদেন হবে আরও সহজ

 

‘কো-উইন’ নামে এক মোবাইল অ্যাপ্লিকেশনে কোনও ব্যক্তি কবে টিকা নিয়েছেন, কত দিন পরে বুস্টার বা পরবর্তী ডোজ় নিতে হবে, সে বিষয়ে সমস্ত তথ্য থাকবে। জনগণনার তথ্য দেখে জেলা প্রশাসনের তরফেও ফোনে যোগাযোগ করা হতে পারে প্রবীণদের সঙ্গে।

তবে নাম নথিভুক্তি মানেই টিকা মিলবে তা কিন্তু নয়। কারণ, প্রবীণদের মধ্যে যাঁদের শরীরে ‘ক্রনিক’ অসুখ বাসা বেঁধে রয়েছে, তাঁরা অগ্রাধিকার পাবেন। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে সতর্ক করা হয়েছে, টিকা দেওয়ার প্রতিশ্রুতির বিনিময়ে অগ্রিম টাকা নিয়ে নাম লেখানো হচ্ছে কিছু ওয়েবসাইটে। কিন্তু আদতে এমন কোনো সরকারি ওয়েবসাইট নেই৷

You may also like

Leave a Reply!