Home দেশ ১ ডিসেম্বর থেকে ৭ টি স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

১ ডিসেম্বর থেকে ৭ টি স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

by banganews

বঙ্গ নিউস, ২৫ নভেম্বর, ২০২০ঃ নিউ নর্মালে দীর্ঘ আট মাস পর চালু হয়েছে লোকাল ট্রেন। ভিড় এড়ানোর জন্য এবার আরও সাতটি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। আগামী ১ ডিসেম্বর থেকেই অতিরিক্ত এই স্পেশাল ট্রেনগুলির পরিষেবা চালু হয়ে যাবে। শিয়ালদা-লালগোলা, শিয়ালদা-সহরসা, হাওড়া-ধানবাদ, হাওড়া-মুম্বই সিএসএমটি, মালদা-কিউল এবং ভাগলপুর-রাঁচি রুটে এই স্পেশাল ট্রেনগুলি চালানো হবে। শিয়ালদহ লালাগোলা স্পেশাল ছাড়বে প্রতিদিন সন্ধ্যে ৬ টা ২০ মিনিটে। পরদিন লালগোলা থেকে ছাড়বে ভোর ৫ টা ৪০ মিনিটে। প্রতি সপ্তাহের মঙ্গল ও বৃহস্পতিবার শিয়ালদহ-সহরসা স্পেশাল ছাড়বে রাত ৮ টা ১০ মিনিটে, সহরসা থেকে বেলা ২টো বেজে ৫০ মিনিটে ছাড়বে সহরসা-শিয়ালদা স্পেশাল।

আরও পড়ুন উত্তাল সমুদ্র, আছড়ে পরতে চলেছে নিভার

প্রতিদিন বিকেল ৫টা ২০তে হাওড়া থেকে ছাড়বে হাওড়া ধানবাদ স্পেশাল। পরদিন ভোর ৫টা ৫০-এ ধানবাদ থেকে ছাড়বে ওই ট্রেনটি। হাওড়া-মুম্বই সিএসএমটি সুপারফাস্ট ভায়া ডানকুনি হাওড়া থেকে রাত ১১টা ৩৫-এ ছেড়ে তৃতীয়দিন দুপুর দেড়টায় মুম্বই সিএসএমটি পৌঁছাবে। আবার মুম্বই থেকে সেদিন রাত সোয়া ১০টায় ছেড়ে তৃতীয়দিন সকাল ১১টা ৪০-এ হাওড়ায় পৌঁছাবে। ভাগলপুর-রাঁচি স্পেশাল ভাগলপুর থেকে ছাড়বে সন্ধ্যা ৭টা ৫-এ। রাঁচি পৌঁছাবে পরদিন সকাল সাড়ে ৮টায়। ফিরতি পথে রাঁচি-ভাগলুর স্পেশাল রাঁচি থেকে ছাড়বে সন্ধ্যা ৭টা ২০-তে। ভাগলপুর পৌঁছাবে পরদিন সকাল ৯টায়। মালদা কিউল স্পেশাল ভোর ৫টা ৪০ মিনিটে মালদা থেকে ছাড়বে। পরদিন দুপুর ২ টোয় কিউল থেকে ছেড়ে রাত ৮ টা ৫৫-য় মালদা পৌঁছাবে। পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে আগামীকাল থেকে এই স্পেশাল ট্রেনগুলির বুকিং শুরু হয়ে যাবে। তবে এই ট্রেনগুলিতে সফরের জন্য অতিরিক্ত ভাড়া দিতে হবে। অন্যদিকে আসানসোল ডিভিশনে কোল্ডফিল্ড ট্রেনটির চাহিদা রয়েছে। এই ট্রেনটিও চালু হবে আগামী ১ ডিসেম্বর থেকে। এই খবরে আসানসোল ডিভিশনের যাত্রীদের মধ্যে খুশির হাওয়া দেখা গেছে।

You may also like

Leave a Reply!