কলকাতা, ১৯ নভেম্বর, ২০২০ঃ করোনা আবহে যাত্রী সুরক্ষা এবং যাত্রীদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে উবের চালু করল ই রিকশা৷ Uber-এর তরফে জানানো হয়েছে, কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আপাতত ৫০০টি ই-রিকশার পরিষেবা চালু করা হচ্ছে৷
আনলক পর্বে বেশ অনেককেই অফিস যেতে হচ্ছে৷ স্কুল কলেজ শুরু হলে পরিবহনে আরও অসুবিধে হবে৷ সামাজিক দূরত্ববিধি মানতে হলে গাড়ির সংখ্যা বাড়াতে হবেই৷ তাই ৫০০টি ইলেকট্রনিক রিকশা চালু করল উবের৷
বারাসাত, মধ্যমগ্রাম, রাজারহাট,
সল্টলেকে এবং হাওড়ার কিছু নির্দিষ্ট অংশেও পাওয়া যাবে।
আরও পড়ুন ছট পুজো নিয়ে গ্রিন ট্রাইবুনালের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট
যাত্রীর তুলনায় ই রিকশার সংখ্যা কম হলেও শহরের যে কোনও অংশ থেকেই বুক করা যাবে Uber অ্যাপ মারফত। যে ভাবে উবের বুক করতেন সেভাবেই বুকিং করতে হবে।
মাসখানেক আগেই দিল্লিতে নামানো হয়েছে ১০০টি ইলেকট্রনিক রিকশা। দিল্লিতে একমাত্র মেট্রো থেকে বেরিয়েই পাওয়া যাবে ই-রিকশা৷