অনেক সময় দোকান বাজার থেকে সফট ড্রিংকস কিনে আনার পর সেই পানীয় খেয়ে শেষ করে বোতলগুলি রেখে দেওয়া হয়৷ ওই বোতলেই জল ভরে জলের বোতল হিসেবে তাকে ব্যবহার করেন বহু মানুষ। কিন্তু প্লাস্টিক বর্জ্য পদার্থ। মাটিতে মেশে না।
প্লাস্টিকের বোতলের জল রাখলে BPA নামের একপ্রকার কেমিক্যাল জলের সঙ্গে মিশে যায়। যা আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগ সৃষ্টি করতে পারে৷
একাধিক ব্যাঙ্কের সঙ্গে মিলে পেমেন্ট সার্ভিস চালু করছে হোয়াটসঅ্যাপ
প্লাস্টিকের বোতল সূর্যের আলোয় বেশিক্ষণ থাকলে তারপর সেই জল খেলে আপনার শরীরের অঙ্গ বিকল করে দিতে পারে, আপনার ত্বক ক্ষতিগ্রস্ত হয়। গর্ভবতী মহিলাদের গর্ভপাতের আশঙ্কা পর্যন্ত থেকে যায়। শিশুদের বৃদ্ধি আর মস্তিষ্কের বিকাশে সমস্যা দেখা দিতে পারে। তাই প্লাস্টিকের বোতল বদলে ফেলুন আজই৷ এর পরিবর্তে কাচের বোতল বা স্টিলের বোতল ব্যবহার করতে পারেন৷